Select Page

‘কালবেলা’ শেষ করবেন টুটুলের স্ত্রী

‘কালবেলা’ শেষ করবেন টুটুলের স্ত্রী

# দ্বিতীয় সিনেমা ‘কালবেলা’ অসমাপ্ত রেখে মারা যান সাইদুল আনাম টুটুল
# তবে সিনেমাটি অসমাপ্ত থাকবে না। বাকি কাজ হবে টুটুলের স্ত্রী বুশরার অধীনে
# মুক্তি পাবে পূর্ব নির্ধারিত সময়ে

দ্বিতীয় সিনেমা ‘কালবেলা’ শেষ না করেই মারা গেছেন সাইদুল আনাম টুটুল। জানা গেছে, প্রয়াত নির্মাতার স্ত্রী মোবেশ্বরা খানম বুশরা সিনেমাটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। সারাবাংলা ডটনেটকে তথ্যটি নিশ্চিত করেন ছবির নায়ক শিশির আহমেদ।

তিনি বলেন, ‘সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে কোন অনিশ্চয়তা নেই। সাইদুল আনাম টুটুল স্যারের স্ত্রী বাকি অংশের কাজ করবেন। তাছাড়া আমাদের সিনেমার কাজও শেষ। কেবলমাত্র একটি গানের শুটিং বাকি। এরইমধ্যে ছবির সম্পাদনার কাজ শুরু হয়েছে।’

২০১৯ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে শুটিং শুরু হয়েছিল ‘কালবেলা’র। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছবিটি মুক্তি পাবে।

শিশির বলেন, ‘ঠিক সময়ে “কালবেলা” মুক্তি পাবে। আমাদের পরিকল্পনা ছিল জুন-জুলাইয়ের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার। ওই সময়টাতেই মুক্তি দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিনেমাটির বিকল্প প্রদর্শনীর দায়িত্ব নিয়েছে। সিনেমা হলে মুক্তির পাশপাশি শিল্পকলাতে প্রদর্শন করা হবে।’

৭ অক্টোবর খুলনার খালিশপুরে সিনেমার শুটিং শুরু হয়েছিল। এরপর পর্যায়ক্রমে রাজশাহী, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় শুটিং হয়।

২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কতৃর্ক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’ বই থেকে সিনেমার গল্প নেয়া হয়েছে।

চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। ছবিটি নির্মিত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে।

শিশির ও তাহমিনা অথৈ ছাড়াও এতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশুশিল্পী সিয়াম ও মোরসালিনসহ অনেকে।

এর আগে সরকারি অনুদানে ২০০৩ সালে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায়। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে সম্পাদক হিসেবে কাজ করেছিলেন এই নির্মাতা।

চলচ্চিত্র ও নাট্য পরিচালক, চিত্রসম্পাদক সাইদুল আনাম টুটুল ১৮ ডিসেম্বর বিকেলে হৃদরোগের সমস্যায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


মন্তব্য করুন