Select Page

কিছু বলতে চান না সাইমন

কিছু বলতে চান না সাইমন

Action-Jesmin1গত শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত এবং সাইমন সাদিকববি অভিনীত অ্যাকশন জেসমিন ছবিটি। গত ২৭ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তি পিছিয়ে দেয়া হয়। এই ছবিতে ববিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ছবিতে সাইমন সাদিক অভিনয় করলেও সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাথে তিনি এ ছবিটি নিয়ে কথা বলতে অস্বীকার করেছেন।

মুক্তির পূর্বে ছবিটি সম্পর্কে কথা বলার জন্য সাইমনের সাথে যোগাযোগ করে গণমাধ্যম দ্য রিপোর্ট এর সাংবাদিক। কিন্তু সাইমন বলেন, ‘আমি এই চলচ্চিত্র নিয়ে কোনো কথা বলতে চাই না। কেন কথা বলতে চাই না?— এই বিষয়ে আমাকে প্রশ্ন না করলেই খুশি হবো।’

সাইমন কেন এই ছবিটি সম্পর্কে কথা বলতে চান নি তা বোঝা যাবে ছবিটির প্রচার প্রচারণার দিকে লক্ষ্য করলে। ছবির প্রচারনায় দেখা যায়নি নায়ক সাইমনকে।

মূলত অ্যাকশন জেসমিন নায়িকা প্রধান চলচ্চিত্র। পোস্টারে সাইমনের উপস্থিতি নামমাত্র। অনলাইনে প্রকাশিত গানেও একই অবস্থা। সব মিলিয়ে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়নি।

অ্যাকশন জেসমিন অক্ষয় কুমার অভিনীত ‘রাউডি রাঠোর’ সিনেমার নকল, যা কিনা আরেকটি তামিল সিনেমার রিমেক। মজার বিষয় হল একই কাহিনীতে কয়েক বছর নির্মিত হয়েছে ‘উল্টাপাল্টা’ নামের চলচ্চিত্র। ওই সিনেমায় অভিনয় করেন প্রয়াত মান্না ও পূর্ণিমা।

‘অ্যাকশন জেসমিন’ এ আরও অভিনয় করেছে মিশা সওদাগর, কাবিলা ও মিজু আহমেদ। বিগ বাজেটের চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মো. শরীফ উদ্দিন খান দীপু।

 


মন্তব্য করুন