Select Page

কী কথা ফারুকী-পরীর?

কী কথা ফারুকী-পরীর?

# ‘স্বপ্নজাল’ হিট না হলেও পরী মনির ক্যারিয়ারকে দিয়েছে নবজীবন
# সম্প্রতি দুটি ওয়েব কনটেন্টে যোগ দিলেন তিনি
# এবার যুক্ত হলেন মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে

‘স্বপ্নজাল’ হিট না হলেও সিনেমাটি নতুন করে সাজিয়েছে পরী মনির ক্যারিয়ার। এ নায়িকা দীর্ঘ সময় কোনো প্রজেক্টে যুক্ত হননি। হাতে থাকা পুরনো কাজই শেষ করছেন। অপেক্ষায় ছিলেন ভালো প্রজেক্টের। সিনেমায় নয়, সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘প্রীতি সমাচার’ ও হিমেল আশরাফের সিরিজ ‘শেষের কবিতা’র সঙ্গে যুক্ত হয়েছেন। দুটো নির্মিত হচ্ছে স্ট্রিমিং সাইটের জন্য।

এবার আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পরী মনি তার ফেসবুকে প্রকাশ করেছেন। জানাননি, নাটক, সিনেমা নাকি বিজ্ঞাপন- কী নিয়ে তাদের কথা হলো। শুধু ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ও বিশেষ কিছু আসছে।’

এ সম্পর্কে সংবাদমাধ্যমকে পরী মনি জানান, এখনই কিছু বলতে চাচ্ছেন না। ভালো কিছু হচ্ছে, চমক আসছে বলে জানান এ নায়িকা।

বর্তমানে ‘বাহাদুরী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শফিক হাসান পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন  সাইমন সাদিক।এছাড়া পুরনো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares