Select Page

কী ঘটেছে ‘ছায়া-ছবি’র ভাগ্যে?

কী ঘটেছে ‘ছায়া-ছবি’র ভাগ্যে?

মুক্তি না পেয়েও কয়েক বছর ধরে আলোচনায় জিইয়ে রাখা ঢালিউড সিনেমা খুব একটা নেই। তেমন ব্যতিক্রম ‘ছায়া-ছবি’। এখনো নানা ফেসবুক গ্রুপে সিনেমাটি নিয়ে আলোচনা হয়। শেয়ার হয় জনপ্রিয় গানের ভিডিও।

২০১৩ সালের সিনেমাটির শুটিং শেষ করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেন আরিফিন শুভ ও পূর্ণিমা।

দৃশ্যায়নের পাশাপাশি সিনেমাটির গানগুলো অনলাইনে প্রকাশ করেন রাজ। এছাড়া সিনেমাটির প্রযোজনা সংশ্লিষ্ট চ্যানেল নাইনে নিয়মিত প্রচার হতো টিজার। তারপরও আলোর মুখ দেখেনি ‘ছায়া-ছবি’।

এ নিয়ে সম্প্রতি একটি টিভি চ্যানেলে মুখ খুললেন নির্মাতা রাজ। তিনি জানান, নিজের দ্বিতীয় সিনেমাটির শুটিং শেষ করেই প্রযোজকের হাতে তুলে দিয়েছিলেন। সেই থেকে সিনেমাটি আটকে আছে ভারতের একটি ল্যাবে। যেখানে পোস্ট প্রডাকশনের জন্য পাঠানো হয়।

অবশ্য রাজ জানাননি, ‘ছায়া-ছবি’ নিয়ে প্রযোজকের অনাগ্রহের কারণ। শুধু বললেন, বকেয়া টাকা দিয়ে প্রযোজক চাইলেই সিনেমাটি এনে মুক্তি দিতে পারেন।

আরো জানান, সিনেমাটি ৩৫ মিমি ফর্মেটে চিত্রায়িত হয়েছে। তাই আর কোনো নেগেটিভ নেই তাদের কাছে।

জানান, আজো সিনেমাটি নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেকেই মোবাইলে বার্তাও পাঠান।

‘ছায়া-ছবি’র পর আরো সিনেমা বানান রাজ। শাকিব খান অভিনীত ‘সম্রাট’ প্রসঙ্গে বলেন, প্রথম-শেষসহ অনেক দৃশ্যের শুটিং ছাড়াই সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।

বর্তমানে রাজ নির্মাণ করছেন ‘যদি একদিন’। এতে অভিনয় করছেন তাহসান, তাসকিন রহমান ও শ্রাবন্তী চ্যাটার্জি।


মন্তব্য করুন