Select Page

কেমন জুটি সজল-পূর্ণিমা (ফটো ফিচার)

কেমন জুটি সজল-পূর্ণিমা (ফটো ফিচার)

সজল ও পূর্ণিমা অভিনীত ‘ম্যানিকুইন’ নাটকটি বেশ আলোচিত হয়েছিল। নাটকে ‘ম্যানিকুইন’ চরিত্রে পূর্ণিমা ও শাড়ি বিক্রেতা চরিত্রে সজলের অভিনয়ের কথা এখনো ভোলেননি অনেক দর্শক। দুই তারকার ভক্তদের জন্য নতুন খবর হলো- আবারও তারা নাটকে জুটি বেঁধেছেন। নাটকের নাম ‘অন্ধজনে অন্ধক্ষণে’। নাটকটি লিখেছেন ইউসুফ আলী খোকন।

নাটকে নাজমুল চরিত্রে সজল ও পরী চরিত্রে পূর্ণিমা অভিনয় করেছেন। তারা দুজনই অন্ধ চরিত্রে এই নাটকে অভিনয় করেছেন।

পূর্ণিমার বিপরীতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে সজল বলেন, “‘ম্যানিকুইন’ নাটকে আমাদের চরিত্র অনেক মজার ছিল। অনেক আনন্দ নিয়ে আমরা কাজটা করেছি। অন্যদিকে, ‘অন্ধজনে অন্ধক্ষণে’ নাটকের কাজের অভিজ্ঞতা একদম ব্যতিক্রম। গল্পটা অনেক সিরিয়াস। আমরা দুজনই এখানে অন্ধ মানুষের চরিত্রে অভিনয় করেছি। দর্শক নাটকে নতুন সজল ও পূর্ণিমাকে দেখতে পাবেন।”

নাটকের গল্প প্রসঙ্গে সজল বলেন, ‘জীবনের কিছু কঠিন সময়ের সিদ্ধান্ত মানুষকে অনেকটা বিপথে ঠেলে দেয়। নাটকের গল্পে দেখা যাবে, নাজমুল বেকার একটা ছেলে।

ঘটনাচক্রে জীবনে একটা ভুল সিদ্ধান্ত নেয় সে। এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তাকে অনেক কিছু হারাতেও হয়। গল্পে অনেক মোড় আছে। নাজমুল ও পরী চরিত্রের মতো আমাদের সমাজে অনেক প্রেমিক-প্রেমিকাও পাওয়া যাবে। তাই বলছি, নাটকটি দেখলে দর্শক ভালো একটা সামাজিক বার্তা পাবেন।’

এনটিভি অনলাইন ও জাগো নিউজ অবলম্বনে


মন্তব্য করুন