Select Page

কেমন লাগছে তাহসান-শ্রাবন্তীকে?

কেমন লাগছে তাহসান-শ্রাবন্তীকে?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’-এর মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে তাহসানের। বিপরীতে আছেন কলকাতার শ্রাবন্তী। সম্প্রতি এ নায়িকা কয়েকদিনের শুটিং করে গেলেন একদমই সাড়া-শব্দ ছাড়াই।

এবার সেই ছবি ফাঁস করলেন পরিচালকই। সেখান থেকে প্রশ্ন জাগতেই পারে— কেমন লাগছে তাহসান-শ্রাবন্তীকে? কতটা সফল হবেন তারা?

পরিচালক ছবিটির ক্যাপশন হিসেবে লেখেন, “কেমন লাগছে? ফয়সালের সঙ্গে অরিত্রী। আমার ‘যদি একদিন’ ছবির জুটি। এই ছবিটাতে তাহসান ভাইয়ের নাম ফয়সাল। আর শ্রাবন্তীর নাম অরিত্রী। তাদের কেমিস্ট্রি ধীরে ধীরে সাজাচ্ছি। পুরো সাজানো হয়ে গেলেই সিনেমা হলে আসার আহ্বান জানাবো সবাইকে। এখন পুরোদমে কাজ করছি আমরা।”

এদিকে গোপনীয়তার কারণে প্রশ্ন উঠেছে ঠিকঠাক অনুমোদন নিয়ে কাজ করছেন তো শ্রাবন্তী? এ প্রসঙ্গে রাজ বলেন, “শ্রাবন্তী বাংলাদেশে ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবেই কাজটা করছেন। তার সঙ্গে আমার ছবির আরেক অভিনেকা তাসকিনের কেমিস্ট্রিও থাকবে বোনাস। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভির প্রযোজনায় ‘যদি একদিন’ বানাচ্ছি। সবাই দোয়া করবেন। বাংলাদেশি ছবির জয় হোক।”


মন্তব্য করুন