Select Page

কেয়া-র সময় ভালো যাচ্ছে না

কেয়া-র সময় ভালো যাচ্ছে না

59961_e1কেয়া চলচ্চিত্রে কাজ করছেন বেশ ক’বছর হয়ে গেল। কিন্তু এরমধ্যে ক্যারিয়ার গুছিয়ে নিতে পারেন নি। এই নিয়ে তার মন খারাপেরও শেষ নেই।

দেখা যাক কেয়ার সর্বশেষ অবস্থা-

সর্বশেষ কাজ করেছেন পল্লী মালেকের পরিচালনায় ‘ওয়ান ফোর থ্রি’ ছবিটিতে। কিন্তু সম্প্রতি  প্রযোজক তানভীর খালেদ  গ্রেপ্তার হওয়ায় ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে সম্পূর্ণ শেষ হলেও অজানা কারণে মুক্তি পাচ্ছে না ‘প্রেমিক নাম্বার ওয়ান’।  রকিবুল আলম রাকিবের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন শাকিব খান

আরো খারাপ খবর হলো মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘আত্মঘাতক’ মুক্তির দু’দিনের মাথায় ছিটকে পড়ে যায়। ছবিটি পরিচালনা করেছেন পলাশ পারভেজ।

বর্তমানে শুধুই দিন গুনছেন  রাজ্জাকের পরিচালনায় ‘আয়না কাহিনী’ ছবিটি মুক্তির জন্য। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি ঈদে মুক্তি পাবার কথা রয়েছে।

আশার কথা হলো  নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রকিবুল আলম রাকিবের পরিচালনায় নাম ঠিক না হওয়া ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জায়েদ খান।

বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়ে প্রশংসা কুড়ালেও সম্প্রতি সরিষার তেলের একটি বিজ্ঞাপনে অভিনয় করে অশ্লীলতার অভিযোগে বেশ সমালোচিত হয়েছেন তিনি।  বিজ্ঞাপনটি প্রচারের কিছু সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়।

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ফিম ফেস ওয়াশের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন কাজী ইলিয়াস কল্লোল।

দেখা যাক চলচ্চিত্র ও বিজ্ঞাপন মিলে কেয়ার ক্যারিয়ার কোন দিকে যায়।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন