Select Page

কে কাকে ছাড়লেন!

কে কাকে ছাড়লেন!

popy

কিছুদিন আগে শোনা যায় নবাগত পরিচালকের জসিম উদ্দিনের ‘দ্য আমেরিকান ড্রিম’ সিনেমায় অভিনয় করছেন পপি। শুটিং শুরুর পর শোনা যায়— একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী সিনেমাটিতে থাকছেন না। পপি ও নির্মাতা দুইজনেই জানালেন প্রতিশ্রুতি ভঙের কথা।

নির্মাতা জসিম উদ্দিনের লেখা বই ‘দ্য আমেরিকান ড্রিম’ নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। প্রাথমিক ঘোষণায় বলা হয়, এতে অভিনয় করবেন সাইমন ও পপি। কিন্তু পরে দেখা যায় সাইমন থাকলেও নেই পপি। তার পরিবর্তে নবাগত সূচনা আজাদকে নেওয়া হয়েছে। ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেমাটির কিছু দৃশ্যের চিত্রায়নও হয়েছে।

এ প্রসঙ্গে পপি মানবজমিনকে বলেন, ‘আমার সঙ্গে কিছুদিন আগে ছবিটি নিয়ে কথা হয়েছে। তবে পরিচালকের কাজে-কর্মে মিল খুঁজে না পাওয়ার কারণে ছবিটিতে আর অভিনয় করছি না।’

অন্যদিকে পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘পপিকে এ ছবিতে চুক্তিবদ্ধের পর বিভিন্ন সময় যোগযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তাই তিনি আপাতত এ ছবিতে কাজ করছেন না।’

‘দ্য আমেরিকান ড্রিমে’ আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আইরিন ও সানজিদা তন্ময়। ছবির কাহিনী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে ঘিরে। বাংলাদেশ অংশের শুটিং শেষে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাবে সিনেমাটির ইউনিট।


মন্তব্য করুন