Select Page

কে বলেছে শাকিবকে এফডিসিতে গিয়ে ক্ষমা চাইতে হবে?

কে বলেছে শাকিবকে এফডিসিতে গিয়ে ক্ষমা চাইতে হবে?

২৯ আগস্ট মধ্যরাতে ফারুকের উত্তরার বাসায় শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্বের অবসান ঘটে। এ নায়কের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়— এমনটা শোনা যায়। কিন্তু এরপর হঠাৎ করেই শাকিবকে এফডিসিতে এসে সকলের কাছে ‘ক্ষমা’ চাইতে হবে-এমন একটি কথা চারিদিকে ছড়িয়ে পড়ে।  এ নিয়ে প্রতিক্রিয়া জানালেন ফারুক।

চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক প্রিয় ডটকমকে বলেন, ‘যখন আমার বাসায় বিষয়টির সমাধান হয়, তখন আমি শাকিবকে বলেছিলাম, যদি সম্ভব হয়-এফডিসিতে গিয়ে সবার সাথে একটা গেট-টুগেদার কইরো। কিন্তু আমার কথা হল- কে বলেছে শাকিবকে এফডিসিতে গিয়ে সবার কাছে ক্ষমা চাইতে হবে? আর কেন চাইতে হবে? সবার কাছে ক্ষমা চাওয়ার কী আছে? এটা কোন কথা হলো নাকি?’

তিনি আরো বলেন,‘শাকিবের সঙ্গে সবকিছুরই মিটমাট হয়ে গেছে। আর শাকিবের এফডিসিতে আসার আনুষ্ঠানিকতা নিয়ে কোন কথা নেই, বিভাজন নেই, কিছুই নেই। তবে আমি একটা বিষয় বুঝতে পেরেছি- ও (শাকিব) হুট করেই একটা বিষয় করতে পারবে না। এফডিসিতে ঢুকতে ওর লজ্জা লাগতে পারে। শাকিব হয়তো ভাবতে পারে-কেন এমনটা হলো? সে জন্যই আমি তাকে বলেছি-যদি সম্ভব হয় তুমি আইসো। ও তো আমার ছোট ভাইয়ের মত।’

মিয়া ভাই খ্যাত ফারুককে ‘সাহেব’ বলে হেয় করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শাকিব হয়তো ইমোশনালি কিছু কথা বলে ফেলেছে। এটা হতে পারে। আমি ধরে নিয়েছি এটা ঠিক আছে। হয়তো ও (শাকিব) একদিন অনুভব করবে, এ ধরনের কথা বলা ঠিক হয়নি। ও যদি বুঝত একটা বিষয়- ফিল্মস্টার কোন দিন গত হয় না। চিরকাল সে একটি জায়গায় থেকে যায়। ওর উপর আমার কোন রকম দুঃখ নেই। যাই হোক; চলচ্চিত্র পরিবার থেকে সিদ্বান্ত নেওয়া হয়েছিল তার সঙ্গে কাজ করবে না, তার কারণ হলো আরেকটা। এটা মানুষ কিন্তু ভুল বুঝে। এতো ভুলে ভরা!’

যৌথ প্রযোজনার প্রসঙ্গ টেনে ফারুক বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেবের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ- যা আমরা পরিবার থেকে বলেছি, এটা সঠিক এবং সত্য। আসল ঘটনা হল ওটা নিয়ে। যৌথ প্রযোজনা হবে না কেন? কথার কথা বলতে গেলে নিয়মিত ছবি মুক্তি পাবে। যৌথ প্রযোজনা মানে তো সমান। সেখানে যদি একপক্ষ নিয়ে ছবি এনে আমাদের এখানে চালানো হয়, এর চেয়ে দুঃখের আর কী আছে? এটা নিয়েই আমাদের সংগ্রাম। আমার ধারণা শাকিবকে তারা ব্যবহার করছে।’


মন্তব্য করুন