Select Page

কোথায় আছেন মাহি?

কোথায় আছেন মাহি?

‘ঢাকা অ্যাটাক’ সিনেমার নায়িকা মাহি। ছবির অন্য তারকাদের প্রচারণা ও প্রিমিয়ারে দেখা গেলেও অনুপস্থিত শুধু নায়িকা। কেন?

‘তুখোড়’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া নায়ক শিবলী নোমানের সঙ্গে তার সিনে রোমান্স জমে উঠেছে লালমনিরহাটে। ছবির নাম ‘মন দেব মন নেব’, পরিচালনায় আছেন রবিন খান।

গত ২৫ সেপ্টেম্বর শুরু হয় ছবিটির শুটিং। এখন পর্যন্ত টানা চলছে। ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বলেও জানা গেছে। ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে।

ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক শিবলী বলেন, ‘লালমনিরহাটে ছবিটির টানা শুটিং করছি। আমার মনে হয় দর্শক পছন্দ করবে এ ছবিটিকে। ছবির গল্প ও আমার চরিত্র নিয়ে আমি শিল্পী হিসেবে সন্তুষ্ট। এ ছবির পরিচালক রবিন খান স্যারের কাজ আমি দেখেছি, উনি অনেক ধরে ধরে কাজ করেন। আবার মাহি এই সময়ের গুণী একজন শিল্পী। তার সঙ্গে কাজ করছি। আশা করি, ভালো কিছু হবে। আগামী ৩০ অক্টোরব শুটিং শেষে ঢাকায় ফিরব।’

মাহি বলেন, ‘ছবিটির ৫০ শতাংশ সমাপ্ত হয়েছে। ছবিটির গল্প দারুণ। গল্পের কারণেই ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

ছবিটির বিশেষ চমক হচ্ছে- একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা কবরী সারোয়ার। দীর্ঘ বিরতির পর এ ছবিতে অভিনয় করছেন তিনি।

সূত্র : যুগান্তর


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares