Select Page

কোন পথে বুবলির ক্যারিয়ার

কোন পথে বুবলির ক্যারিয়ার

শেষের পথে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’-এর শুটিং। ছবির নায়িকা শবনম বুবলির শুটিং আছে একদিন। কলকাতা যাওয়ার আগে গান ছাড়া নিজের অংশের শুটিংও শেষ করে দিয়েছেন শাকিব খান। এদিকে এ তারকার কলকাতা যাত্রা ও অপু বিশ্বাসের ফিরে আসায় বুবলির ক্যারিয়ার নিয়ে কোনো সুখবর শোনা যাচ্ছে না।

এ মুহূর্তে নতুন কোনো ছবি হাতে নেই বুবলির। তবে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শাকিব খানের নায়িকা হিসেবেই তার অভিষেক ঘটে। ঢাকাই চলচ্চিত্রের এ নায়ক বর্তমানে কলকাতার ছবি নিয়ে ব্যস্ত। ওখানকার চারটি ছবিতে অভিনয় করবেন তিনি। যেগুলোর কাজ শেষ হতে প্রায় দু’বছর সময় লাগতে পারে। এরপর ঢাকার নতুন কোনো ছবিতে অভিনয় করলে বুবলিকে ফের দেখা যেতে পারে। নতুবা তৃতীয় ছবি পর্যন্তই তাকে সন্তুষ্টি নিয়ে থাকতে হবে বলে চিত্রসংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়া চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, অপু যখন ফিরেছেন, ‘অহংকার’-ই হবে এই জুটির শেষ ছবি। অপুর অনুপস্থিতে বুবলিকে নিয়ে শাকিবের যে আগ্রহ তারা দেখেছেন, অপু ফেরার পর বুবলিকে নিয়ে সেই আগ্রহে যেন খানিকটা ভাটা পড়েছে শাকিবের। আসছে ঈদে শাকিব-বুবণির কোনো ছবি নেই।

বুবলির কাছে জানতে চাইলে কৌঁসুলি জবাব দেন প্রথম আলোকে, ‘ভারতের ভেঙ্কটেশের ছবি নিয়ে শাকিব এখন ব্যস্ত। তাই এই ঈদে নতুন কোনো ছবিতে কাজের সুযোগ নেই তার। আগামী ঈদুল আজহায় অবশ্যই আমাদের দুজনের একটি ছবি থাকবে। এ ব্যাপারে শাকিবের সঙ্গে কথাও হয়েছে আমার।’

তিনি আরো বলেন, ‘শাকিব খান যেভাবে বলেছেন, শুরু থেকে সেভাবেই কাজ করে যাচ্ছি। ঈদুল আজহার ছবির বিষয়টি তিনিই জানেন।’

এ বিষয়ে শাকিবও বুবলির মত উত্তর দিচ্ছেন। তিনি প্রথম আলোকে বললেন, ‘অবশ্যই আগামী ঈদুল আজহার একটি ছবিতে আমি ও বুবলি একসঙ্গে কাজ করব। সেটি হতে পারে ‘বসগিরি’ ছবির দ্বিতীয় কিস্তি ‘বসগিরি টু’ বা অন্য যেকোনো ছবি। এটা চূড়ান্ত।’

শোনা যাচ্ছে, ঈদুল আজহায়ও ভেঙ্কটেশের সিনেমায় থাকবেন শাকিব। সাধারণত কলকাতার সিনেমার জন্য দীর্ঘ সময় টানা সিডিউল দিতে হয়। এছাড়া শাকিবের হাতে রয়েছে একাধিক অসমাপ্ত দেশীয় সিনেমা। এ সবের বাইরে ঈদুল আজহার জন্য বুবলিকে কীভাবে সময় দেন তা-ই দেখার বিষয়।

এদিকে বাংলা নিউজ টোয়েন্টিফোরকে অপু বিশ্বাস বলেছেন, ‘একটি খবরে জানতে পারলাম শাকিব-বুবলী জুটির নতুন ছবি মুক্তি পাবে ঈদে। বিষয়টি নিয়ে কৌতুহলী হলাম আমি। রাত ১২টার আগে আগে কলকাতায় থাকা শাকিবের সঙ্গে ফোনে কথাও হলো। তিনি অস্বীকার করেছেন। শাকিব এমন কোনো ঘোষণা দেননি। খবরটি পড়ে আমার মতো নায়কও বিস্মিত হয়েছেন।’

তাহলে কী শাকিব-অপু জুটি ফিরছেন ঈদে? এমন প্রশ্নে হাসলেন অপু বিশ্বাস। তিনি বললেন, “ফোনে আলাপ করে বুঝতে পেরেছি বুবলী নয়, আমাকে নিয়েই শাকিবের পরিকল্পনা। ও আমাকে বললো, এসো কাজ করি। আরও বলেছেন, বুবলীকে নিয়ে ‘বসগিরি টু’ বা অন্য কোনো ছবিতে আপাতত তিনি জুটি বাঁধছেন না, ঈদের ছবির তো প্রশ্নই আসে না।’


মন্তব্য করুন