কোরবানির ঈদেও জিৎ
জাজ মাল্টিমিডিয়ার ছবিতে আবারও চুক্তিবদ্ধ হলেন টালিগঞ্জের অভিনেতা জিৎ। এটি হবে এই প্রতিষ্ঠানে এ নায়কের তৃতীয় ছবি। এর আগে জাজের ‘বাদশা’ ও ‘বস টু’ ছবিতে কাজ করেছেন জিৎ। ছবিগুলো অবশ্য কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়। এবারের ছবিটিও তাই হবে।
আবদুল আজিজ জানান, রমজানের ঈদে মুক্তি পাবে ‘বস টু’ আর কোরবানির ঈদে মুক্তি পাবে জিৎ-এর নতুন চুক্তিবদ্ধ হওয়া ছবিটি। ছবির নাম ও নির্মাতার নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আজিজ জানান, এই ছবিতে জিৎ-এর বিপরীতে ঢাকার একজন নায়িকা অভিনয় করবেন, আর এ ক্ষেত্রে থাকবে চমক।
এদিকে জিৎ বলেন, বাংলাদেশের মানুষ আমাকে কতটা আপন করে নিয়েছে তার প্রমাণ গত ঈদে এখানে আমার ‘বাদশা’ ছবিটির আকাশছোঁয়া সাফল্য। এই ভালোবাসার প্রতিদান দিতে ঢাকার ছবিতে নিয়মিত কাজ করতে চাই। আর জাজ মাল্টিমিডিয়ার মতো একটি আন্তর্জাতিক মানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করা যায় বলে ভালো লাগছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন