Select Page

ক্যারেক্টার পোস্টারে দুর্দান্ত ‘মাসুদ রানা’ এবিএম সুমন

ক্যারেক্টার পোস্টারে দুর্দান্ত ‘মাসুদ রানা’ এবিএম সুমন

ঈদুল ফিতরের দুদিন আগে প্রকাশিত টিজার অসম্পূর্ণ মনে হলেও বিদেশী অভিনেতাদের সঙ্গে দারুণ চমক দেখিয়েছিলেন এবিএম সুমন। এবার ক্যারেক্টার লুকে ফুটে উঠেছে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের (বিসিআই) ড্যাম স্মার্ট এজেন্ট মাসুদ রানা।

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের একটি স্টলে আজ ‘এমআর নাইন: ডু অর ডাই’ সিনেমার ট্রেলার উন্মোচনের কথা রয়েছে। সেই উপলক্ষে প্রকাশ হয়েছে ক্যারেক্টার লুক ও পূর্ণাঙ্গ পোস্টার।

এদিকে সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত ফিলিপ টান এক ফেসবুক পোস্টে মাসুদ রানাকে ইন্ডিয়ান জেমস বন্ড বলায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

‘এমআর নাইন’-এর সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইন ব্রাভো এন্টারটেইনমেন্ট। দ্বিভাষী এই ছবির নাম ভূমিকায় আছেন এবিএম সুমন। অন্যান্য চরিত্র আছেন ঢাকার আনিসুর রহমান মিলন, মুম্বাইয়ের সাক্ষী, যুক্তরাষ্ট্রের মাইকেল জাই হোয়াইট, ফ্রেঙ্গগ্রিলো, লুইস ট্যান্টসহ অনেকে।

একাধিক দেশে চিত্রায়িত ‘এমআর নাইন’-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। পরিচালনায় আছেন আসিফ আকবর।


মন্তব্য করুন