Select Page

ক্ষমা চেয়ে জাজে ফিরলেন পূজা চেরি

ক্ষমা চেয়ে জাজে ফিরলেন পূজা চেরি

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন পূজা চেরি। এরপর বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমাও উপহার দেন। ২০২১ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। জাজের কোনো ছবিতে পূজা আর সুযোগ পাচ্ছেন না এমনটাও জানিয়েছিলেন কর্ণধান আব্দুল আজিজ। এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট দিলেন নায়িকা। তাতে সম্পর্কের বরফ গলল।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ও পূজা চেরি

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) পূজা ফেসবুকে লিখেছেন, ‘আমি পূজা চেরি। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ।’

ক্ষমা চেয়ে পূজা চেরি বলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

এ বিষয়ে জানাতে চাইলে ‘ক্ষমা’ করার কথা স্বীকার করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। পূজা ‘ভুল’ নিয়ে মন্তব্য না করে কালের কণ্ঠকে বলেন, ‘ভুলটা নিয়ে নতুন করে বলতে চাই না। সে বুঝতে পেরেছে, এতেই আমি খুশি। মানুষ মাত্রই ভুল করে। খুব শিগগির আমরা একসঙ্গে বসব, নতুন কাজের আলোচনা করব।’

মাহির পর বেশ কয়েকজন নায়িকাকে পর্দায় আনে জাজ মাল্টিমিডিয়া। এর মাঝে পূজাই চিত্রাঙ্গনে আলাদা স্থান করে নিয়েছেন। তবে জাজ ছাড়ার পর সেই জৌলুস আর পাওয়া যায়নি।

শোনা যায়, জাজের মানা সত্ত্বেও শাকিব খানের সঙ্গে ‘গলুই’ সিনেমায় অভিনয় করেন পূজা। পরে তাদের মাঝে সম্পর্কের গুঞ্জন উঠে। সময়ের পরিক্রমায় শাকিবের সঙ্গে দূরত্ব বেড়েছে পূজার। অন্তত বর্তমান পরিস্থিতিতে দুজনের একসঙ্গে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে।


Leave a reply