Select Page

ক্ষেপেছেন রফিক শিকদার

ক্ষেপেছেন রফিক শিকদার

rafiq-sikdarr-nirob-momo

গল্প ও অন্যান্য বিষয়ে ‘আমি শুধু তোর হবো’ সিনেমার পরিচালক রফিক শিকদারের সঙ্গে বনিবান হয়নি নায়ক নিরব ও প্রযোজকের। তাই তিনি সরে দাঁড়ান। এবার নাম, গল্প পাল্টে একই টিম নিয়ে হচ্ছে ‘ভালোবেসে তোর হবো’ নামের সিনেমা। এ নিয়ে দারুণ ক্ষেপেছেন রফিক শিকদার।

তিনি ফেসবুকে লেখেন, “পাগল যদি বুঝতো তার মাথায় সমস্যা আছে তাহলে কি সে আর পাগলামী করতো?
ক্ষ্যাতমার্কা প্রডিউসার যদি সিনেমার গল্পের লজিক বুঝতো তাহলে নকলের আধিক্যে সিনেমা শিল্পের আজ ১২টা বাজতো না!!!

দাদু ভাই- আলু-পটলের ব্যাপারীও টাকা থাকলে একদিনে প্রডিউসার হতে পারে। কিন্তু একজন সোহানুর রহমান সোহান, একজন মোস্তফা সারওয়ার ফারুকী বা হুমায়ূন আহমেদ হতে মাথার ভিতরে বাদামী রঙের জিনিস থাকতে হয়।

হে প্রভূ, মূর্খদের অযাচিত অত্যাচার ও নকলের আগ্রাসন থেকে আমাদের চলচ্চিত্রকে রক্ষা কর।”
অনলাইনে প্রকাশিত ফার্স্টলুক থেকে জানা যায়, নিজের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন আবদুল্লাহ জহির বাবু। অভিনয় করবেন যথারীতি নিরবজাকিয়া বারী মম। শুটিং শুরু হচ্ছে ৬ আগস্ট।


মন্তব্য করুন