Select Page

‘খাস জমিন’ পেলেন বিপাশা

‘খাস জমিন’ পেলেন বিপাশা

bipasha-kobir

নায়িকা হিসেবে ‘খাস জমিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আইটেম কন্যা বিপাশা কবির। এতে সরোয়ার হোসেনের পরিচালনায় তার বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। খবর রাইজিংবিডি

নির্মাতা সরোয়ার হোসেন বলেন, ‘খাস জমিনে সাইমন-বিপাশা ছাড়াও নতুন আরো একটি জুটিকে দেখা যাবে। খুব শিগগিরই এ জুটির নাম ঘোষণা করব। ১ নভেম্বর থেকে শুটিং শুরু করব।’

ভূমিহীন মানুষের গল্প দেখা যাকে ‘খাস জমিন’-এ। ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ প্রযোজনায় সিনেমাটিতে আরো অভিনয় করবেন কাজী হায়াৎ, সুচরিতা, রেবেকাসহ অনেকে।

এদিকে মালয়েশিয়া অবস্থান করছেন বিপাশা। অবকাশ যাপনে যাওয়ার আগেই তিনি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।


মন্তব্য করুন