Select Page

‘গলুই’ নিয়ে অপপ্রচার, ‘বিদ্রোহী’র পাশে বুবলি

‘গলুই’ নিয়ে অপপ্রচার, ‘বিদ্রোহী’র পাশে বুবলি

ঈদুল ফিতরের ছবি ‘শান’ তুমুল প্রচারণায় থাকলেও পিছিয়ে আছে শাকিব খান অভিনীত দুই ছবি। এর মাঝে ‘গলুই’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শাকিব এক-আধটু প্রচারণা চালালেও ‘বিদ্রোহী’ নিয়ে একেবারে মুখে তালা।

অভিযোগ রয়েছে, ‘বিদ্রোহী’ গ্রুপের পক্ষ থেকেই ‘গলুই’ না আসার প্রচারণা চালানো হচ্ছে! অন্যদিকে শাকিব প্রচারে না থাকলেও ‘বিদ্রোহী’ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা শবনম বুবলি।

সম্প্রতি শোনা যায়, ‘গলুই’ ছবির কাজই শেষ হয়নি এখনও! ছবির পরিচালক এসএ হক অলিক কাজটি শেষ করতে পাড়ি দিয়েছেন কলকাতা।

তবে বিষয়টি নিয়ে পরিচালক জানালেন, ‘‘গলুই’ ছবিটি নিয়ে এক ধরনের গুঞ্জন চলছে। ব্যবসায়িক ক্ষতি করার জন্য সিনেমাপাড়া কাকরাইলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। কেউ কেউ বলছেন আমাদের সিনেমা ঈদে আসবে না! যেটা একেবারেই মিথ্যা। আমাদের এরইমধ্যে হল বুকিং চলছে, হল মালিক ও দর্শকদের ব্যাপক আগ্রহ ছবিটি নিয়ে। এটা ঈদের সিনেমা, ঈদেই আসবে।’’

অলিক আরও বলেন, ‘‘এক ধরনের গুঞ্জন চলছে, সেটা পুরোপুরি মিথ্যা। ছবির সম্পাদনা আগেই শেষ হয়েছে। আমি এসেছি শুধু একটু ঘষামাজা করতে। আমরা চাই ‘গলুই’ ছাড়াও ঈদের অন্য সিনেমা ‘শান’ বা ‘বিদ্রোহী’ও দর্শক দেখুক। একটা একটা করে সব সিনেমা যদি দর্শক দেখেন, তাহলে ইন্ডাস্ট্রিরই লাভ। একা আসলে কেউ কখনও ভালো থাকতে পারেন না।’’

এ দিকে ‘বিদ্রোহী’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শাকিবের সঙ্গে ছবি শেয়ার করে বুবলি লেখেন, “সিনেমা পুরোনো হোক কিংবা নতুন হোক, ভালো হোক কিংবা বেশি ভালো হোক, যাই হোক না কেনো দিন শেষে আমাদের অভিনীত এবং আমাদের শ্রম আছে অথবা সিনেমার সাথে সম্পৃক্ততা থাকুক বা না থাকুক, সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত… ‘বিদ্রোহী’ আসছে এবারের ঈদুল ফিতরে।”

বরাবরই ঈদে শাকিব খানের একাধিক সিনেমা মুক্তি পায়। বিশেষ কোনো কারণ ছাড়া সচরাচর তাকে এ সব ছবির প্রচারে দেখা যায় না। এ ছাড়া কোনো কোনো ছবির বিপরীতে অবস্থান নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।


মন্তব্য করুন