Select Page

গানে গানে ‘ছুঁয়ে দিলে মন’

গানে গানে  ‘ছুঁয়ে দিলে মন’

আসছে বৈশাখে যেই সিনেমাটি নিয়ে আমার বেশ আগ্রহ সেটা ‘ছুঁয়ে দিলে মন‘। পরিচালক শিহাব শাহিন, অভিনেতা আরিফিন শুভ ও জাকিয়া বারী মম এই ক’জন ছাড়াও সিনেমাটির নজরকাড়া ট্রেলার এই আগ্রহের কারণ। এরমাঝে সিনেমাটির পুরো ট্রেলার ও কয়েকটি গান ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে। সেগুলো পাঠক/দর্শকের জন্য এখানে যোগ করলাম।

[su_box title=”১. শূন্য থেকে আসে প্রেম” box_color=”#0f86de”]শমসের অলি’র লেখা এই দারুণ গানটি গেয়েছেন ইমরান ও কনা। দারুনভাবে চিত্রায়িত গানটি দেখে খুব দর্শকপ্রিয়তা পাবে বলে আমার অনুমান।

[/su_box]

[su_box title=”২. ভালোবাসা দাও” box_color=”#0f86de”]এটি মূলত অডিও রিলিজ করা হয়েছে। মারজুক রাসেলের লেখা গানটিতে গেয়েছেন হাবিব ওয়াহিদ।

[/su_box]

[su_box title=”৩. ছুঁয়ে দিলে মন – টাইটেল ট্র্যাক” box_color=”#0f86de”] তাহসান ও শাকিলা সাকি গেয়েছেন গানটি। দারুন লিরিকস।

[/su_box]

[su_box title=”এছাড়াও ট্রেলারটি এখানে দেখা যাবে” box_color=”#530FDE”]

[/su_box]


মন্তব্য করুন