Select Page

গান শোনালেন শাবনূর

গান শোনালেন শাবনূর

sabnur

জনপ্রিয় অভিনেত্রী শাবনূর কয়েক মাস  পর দেশে ফিরলেন। ক্যামেরার সামনে না দাঁড়ালে ঘুরে বেড়াচ্ছেন বন্ধু ও আত্মীয়দের বাড়ি। এবার এক পারিবারিক অনুষ্ঠানে গান গেয়ে শোনালেন তিনি। আর খবরটি জানিয়েছে প্রিয় ডটকম।

ওই অনুষ্ঠানে শাবনূর গান পরিবেশন করছেন— এমন ছবিও প্রকাশ করেছেন অনলাইনটি।

বুধবার ছিল শাবনূরের খালাতো বোনের জন্মদিন। এ অনুষ্ঠানে গান গেয়েছেন। অনুষ্ঠানে তার স্বামী-সন্তানও উপস্থিত ছিলেন।

Sabnur-husband

অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা অমিত হাসান বলেন, ‘এটি সম্পূর্ণ একটি ঘরোয়া অনুষ্ঠান ছিলো। সেখানে আমরা নিজের মতো করেই গান গেয়েছি। অনেক আনন্দ-ফূর্তি হয়েছে।’

 


মন্তব্য করুন