Select Page

‘গিরগিটি’তে সিরিয়াল কিলার তাসকিন

‘গিরগিটি’তে সিরিয়াল কিলার তাসকিন

তাসকিন রহমান। দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাকে’ খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর বেশ কিছু ছবির সঙ্গে যুক্ত হয়েছেন। একক নায়ক হিসেবে মুক্তি পেয়েছে ‘বয়ফ্রেন্ড’, তবে তার অভিনয়ের ঝুলিতে নতুন কিছু যুক্ত করেনি এই সব ছবি।

এবার দীপনের সহকারী সৌরভ কুণ্ডু নির্মাণ করতে যাচ্ছেন নিজের প্রথম চলচ্চিত্র। সেখানে থাকছেন তাসকিন। ‘গিরগিটি’ নামের সেই ছবিতে সিরিয়াল কিলার হিসেবে পাওয়া যাবে তাকে।

কালের কণ্ঠের এক প্রতিবেদনে জানা যায়, ডিসেম্বরে শুরু হবে ‘গিরগিটি’র শুটিং। এর মধ্যে শেষ হয়েছে গল্প লেখার কাজ। চলছে গান তৈরি।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, “সৌরভকে ‘ঢাকা অ্যাটাক’ ছবি থেকেই চিনি। খুব কাছের মানুষ। পরিচালক হিসেবে তিনি নাম করবেন বলে বিশ্বাস। এই ছবিতে অনেক চমক আছে। এখনই বলতে চাই না। পরিচালক ঢাকার বাইরে আছেন। তিনি ফিরলে গেট টুগেদারের মাধ্যমে সবাইকে ছবিটির ব্যাপারে বিস্তারিত জানানো হবে।”

বর্তমানে তাসকিনের হাতে ছবির মধ্যে রয়েছে মিশন এক্সট্রিম ও শান। দুই ছবির নায়ক যথাক্রমে আরিফিন শুভ ও সিয়াম আহমেদ।


মন্তব্য করুন