Select Page

গুজব : ব্যান হয়েছে ‘মেন্টাল’

গুজব : ব্যান হয়েছে ‘মেন্টাল’

mental

আলোচিত সিনেমা ‘মেন্টাল’-এর ব্যান হওয়ার কথা জানালেন প্রযোজক পারভেজ চৌধুরী। এমন গুজবে অবাক হয়েছেন তিনি নিজেই। কারণ সিনেমাটি নাকি এখনো সেন্সরেই জমা পড়েনি।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শুক্রবার বিকেলে এ খবর জানান। ওই লেখায় উঠে আসে চলচ্চিত্রের রাজনীতি নিয়ে ক্ষোভ।

তিনি লেখেন, “একটা দুঃসংবাদ, ‘মেন্টাল’ ছবি নাকি ব্যান করে দিয়েছেন। গতকালকে রাত ১১টায় কাকরাইল থাকা অবস্থায় একজন ফোন দিয়ে বলেছেন। চিন্তায় পড়ে গেলাম, আবদুল্লাহ জহির বাবু ভাই আমাকে যে গল্পের স্ক্রিপ্ট দিয়েছেন এবং শামীম আহমেদ রনির চিত্রনাট্যে যা দেখেছি তাতে ব্যান হওয়ার কিছু নেই ছবিতে। সিনিয়র এডিটর জিন্নাহ ভাই এবং সুদীপ কুমার দে দাদা বললেন, আপনার ছবি একদম ফ্রেশ, এটা নিয়ে সেন্সর বোর্ড ঝামেলা করার কিছুই নেই।”

এরপর পারভেজ লেখেন, “আরে শালা আমি ছবি সেন্সরে দেইনি এখনো, তাহলে কি সেন্সর বোর্ড এডিটিং প্যানেলে এসে কি ব্যান করেছেন দেখতে যাচ্ছি। আমাদের চিন্তাধারা আদিম যুগের মতই থেকে গেল, আমরা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে সবাই যুদ্ধ করে যাচ্ছি। কাউকে পিছন থেকে ল্যাং মেরে যুদ্ধ না করে, সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেন। নতুনদের সাহায্য করুন, ইগো সমস্যা না এড়ালে ভবিষ্যতে ইন্ডাস্ট্রির হাল ধরার মানুষ থাকবে না। টানা দুইবছর বঙ্গোপসাগরে সাঁতার কাটলে ওপারের দেখা মিলতো, অথচ ‘মেন্টাল’ আলোচনার শীষে চলে আসার পরে থেকে সাঁতার কাটতে কাটতে আমি আজ ক্লান্ত। চলচ্চিত্র পরিবারের আমাকে যেভাবে গড়ে তুলবেন, আমি সেই শিক্ষায় শিক্ষিত হবো।”

এদিকে ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে ‘মেন্টাল’-এর। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও আঁচল।


মন্তব্য করুন