Select Page

গুজব সত্য নয়, ব্যাংককে আমজাদ হোসেন

গুজব সত্য নয়, ব্যাংককে আমজাদ হোসেন

আমজাদ হোসেন

# উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে আমজাদ হোসেন
# মঙ্গলবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে বিব্রত হন গুণী নির্মাতার পরিবার
# তার ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, কোথায় আমাদের সান্ত্বনা দেবে তা না, উল্টো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে কেউ কেউ

মঙ্গলবার গুজব ছড়িয়ে পড়ে বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর বেঁচে নেই। এমন ঘটনায় পরিবারের পক্ষ থেকে  তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ফেসবুকে বলেন, ‘আমি জানি না একজন অসুস্থ মানুষকে নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে কী লাভ! কোথায় আমাদের সান্ত্বনা দেবে তা না, উল্টো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে কেউ কেউ।’

এদিকে চিত্রপরিচালক, গীতিকার ও লেখক আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তেঁজগাওঅস্থ ইমপালস হাসপাতাল থেকে সরাসরি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা। এসময় আমজাদ হোসেন ও তার দুই ছেলে ছাড়াও তাদের সঙ্গে ছিলেন ব্যাংকক থেকে আসা তিন সদস্য বিশিষ্ট চিকিৎসকের একটি টিম।

মঙ্গলবার রাতে ব্যাংকক থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে তিন সদস্যের চিকিৎসক দল আসেন আমজাদ হোসেনের বর্তমান অবস্থা পরীখ্ষা করতে। তারা রাত ১১টার দিকে ইমপালস হাসপাতালে পৌঁছান।

আমজাদ হোসেনকে পর্যবেক্ষণ করেন ব্যাংককের চিকিৎসকরা। আমজাদ হোসেনের বর্তমান অবস্থা দেখার পর তারা এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। এবং বারোটার দিকে বিমান বন্দরে পৌঁছান তারা। এরপর ২টার দিকে রওনা দেন।

১৮ নভেম্বর সকালে আদাবরের বাসায় ব্রেন স্ট্রোক করেন আমজাদ হোসেন। দ্রুত তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি হাসপাতালের আইসিইউ বিভাগের লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ৪২ লাখ টাকা প্রদান করেন।

 


মন্তব্য করুন