Select Page

গোলাপী ঠোঁট, চুম্বন, পুরনো শাকিব (ট্রেলার)

গোলাপী ঠোঁট, চুম্বন, পুরনো শাকিব (ট্রেলার)

shooter-shakib-trailor1

বাংলাদেশি সিনেমায় অভিনেতাদের লিপস্টিক ব্যবহার নিয়ে নানান কৌতুক প্রচলিত আছে। ঈদের সিনেমা ‘শুটার’র একাধিক নায়ক-খলনায়ক ঠোঁট রাঙাতে যেন নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করেছেন!

এমনকি তাদের মুখের বিভিন্ন জায়গায় রয়েছে গোলাপী আভার ছড়াছড়ি। পাশাপাশি ছোটখাট চুম্বন, খোলামেলা পোশাক আর আইটেম গানের ঝলক দেখিয়ে জানিয়ে দিল ধামাকা ঈদ উপহার।

শাকিবকে দেখা গেছে পুরনো অবতারে। এ নিয়ে এ নায়কের অনেক ভক্তদের ক্ষেপতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে।

‘শুটার’ পরিচালনা করেছেন রাজু চৌধুরী। এই পরিচালকের ‘সাহেব নামে গোলাম’, ‘প্রিয়া আমার জান’র মতো হিট ছবিতে আগে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন শবনম বুবলি। আরো আছে শাহরিয়াজ-জারা ও সম্রাট-তিথি জুটি। সঙ্গে মিশা সওদাগর।


মন্তব্য করুন