Select Page

ঘুরে দাড়ালেন অপু

ঘুরে দাড়ালেন অপু

Apu-Biswas-B-235x229গত কয়েকমাসে অপু বিশ্বাসকে নিয়ে যত সংবাদ শিরোনাম হয়েছে তার বেশির ভাগই নেতিবাচক। সবারই এক কথা অপু বিশ্বাস আর ক্যামেরার সামনে দাড়াচ্ছেন না, তার ক্যারিয়ার শেষ ইত্যাদি। কিন্তু পুরানো জুটি শাকিব-অপুকে ক্যামেরার সামনে বার বার দাড়াতে দেখা যাচ্ছে নতুন নতুন ছবিতে।

ইতিমধ্যে স্লিম ফিগার নিয়েও আলোচনায় এসেছেন অপু। মূলত গত ঈদের ‘মাই নেম ইজ খান‘র সাফল্য পরিচালকদের আবারো অপু’র প্রতি আগ্রহী করে তুলেছে। ফলে দীর্ঘ বিরতির পর বেড়েছে তার ব্যস্ততা।

তার হাতে এখন ৪ ছবি। এর মধ্যে তিনটি ছবির শুটিং চলছে। এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’, রকিবুল আলম রকিব পরিচালিত ‘প্রেমিক নাম্বার ওয়ান’ এবং নজরুল ইসলাম খান পরিচালিত ‘মনের ঠিকানা’ ছবির শুটিং চলছে।

শুটিং শুরু হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মন পাইলাম না’ ছবির।

অপু’র ভক্তরা মনে করছে তিনি এইসব ছবির মাধ্যমে আবারো ঝলসে উঠবেন।


মন্তব্য করুন