Select Page

ঘোলা পর্দা/ স্টার সিনেপ্লেক্স থেকে ‘শ্যামাকাব্য’ সরিয়ে নিলেন নির্মাতা

ঘোলা পর্দা/ স্টার সিনেপ্লেক্স থেকে ‘শ্যামাকাব্য’ সরিয়ে নিলেন নির্মাতা

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের তিন নম্বর হলের পর্দা নিয়ে অভিযোগ অনেকদিনের। অথচ ওই হলেই বরাবর শো পায় বাংলা সিনেমা, যাকে অনেকেই পরিকল্পিত মনে করেন। পর্দায় সবকিছু ঘোলা দেখা যাওয়ার কারণে অনেক দর্শক হলটি বর্জন করে আসছিলেন। একই কারণে নির্মাতা বদরুল আনাম সৌদ সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শ্যামাকাব্য’ সিনেপ্লেক্স থেকে তুলে নিলেন।

আজ রোববার (৫ মে) সকালে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সৌদ। সেখানে সিনেমা তুলে নেওয়ার কারণ হিসেবে বেশ কয়েকটি ইস্যু নিয়ে আসেন।

সৌদ জানান, প্রজেকশন নিয়ে দর্শক অভিযোগ করে আসছিলেন। এর আগে ছবি মুক্তির দিনই প্রায় হাউসফুল শো বাতিল করা হয়। তবে পরদিন পাল্টে দেয়া হয়।

এছাড়া একটি শোর ক্ষেত্রে যথাযথভাবে বিরতি দেয়া হয়নি। একটা দৃশ্যের মাঝখানে বিরতি দেয়া হয়েছে। টিকিট বিক্রির তথ্যের গড়মিল নিয়ে প্রশ্ন তোলেন সরকারি অনুদানের সিনেমার এ নির্মাতা। এছাড়া সকালের শো নিয়েও তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন।

এর আগে সিনেমার মুক্তির পরপর তিন নম্বর নিয়ে প্রশ্ন তোলেন ‘শ্যামাকাব্য’-এর প্রধান অভিনেতা সোহেল মন্ডল। তিনি বলেন ‘দয়া করে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরার তিন নম্বর হলে সিনেমা প্রদর্শন বন্ধ করুন। … দর্শক যদি টাকা কেটে হলে গিয়ে এত বাজে প্রজেকসন দেখে। যেখানে চরিত্র থেক ল্যান্ড স্কেপ সব মিলেমিশে একাকার… ডে লাইট না নাইট লাইট, রৌদ্র নাকি বৃষ্টি সব মিশে গেছে… ফিল্মমেকার সিনেমা বানিয়ে দেখছি বড় অপরাধ করে ফেলেছে… এত অবহেলা ক্যান বাংলা সিনেমা নিয়ে… এ হলটার প্রজেকসন নিয়ে সব সময় অভিযোগ ছিল। কর্তপক্ষ কি কেয়ারই করেন না?’

ওই পোস্টে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই একই অভিযোগ করেন।

এছাড়া ‘শ্যামাকাব্য’-এর একটি শো থেকে প্রদর্শনের অবহেলার অভিযোগে ইন্তেখাব দিনার, সাজু খাদেমসহ অনেকে বের হয়ে আসেন। তাদের অভিযোগ, বাংলা সিনেমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এটি হয়ে আসছে।

এর আগে চতুর্থ সপ্তাহে ঈদের সিনেমার শো সরিয়ে দিয়ে বিতর্ক তোলে স্টার সিনেপ্লেক্স। এরপর ‘রাজকুমার’ ও ‘ওমর’কে নামমাত্র শো দেয়া হয়।


মন্তব্য করুন