Select Page

চঞ্চলের বিপরীতে পরিচালকের পছন্দ নুসরাত জাহান

চঞ্চলের বিপরীতে পরিচালকের পছন্দ নুসরাত জাহান

পাঠকরা আগেই জেনেছেন, টিভি নাটক নির্মাতা গোলাম সোহরাব দোদুলের পরিচালিত নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। নতুন খবর হলো, এতে তার বিপরীতে দেখা যেতে পারে কলকাতার নুসরাত জাহানকে। এমনটা জানালো জাগো নিউজ।

চঞ্চল বলেন, ‘আমার বিপরীতে আপাতত কলকাতার নুসরাত জাহানকে ভেবেছেন নির্মাতা। তবে চূড়ান্ত নয়। নির্মাতা এ ব্যাপারে ভালো বলতে পারবেন।’

আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারে ‘আয়নাবাজি’ খ্যাত এ অভিনেতা জানান, ‘দোদুল আমার বন্ধু। এখানে আনুষ্ঠানিক চুক্তির চেয়ে সম্পর্কের দায়বদ্ধতা অনেক বেশি। ওর অনেক নাটকে কাজ করেছি। চমৎকার একজন নির্মাতা। এবার সে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। আর তার প্রথম ছবিতেই সে আমাকে ভেবেছে এতে আমি খুব আনন্দিত। মৌখিক সব আলাপ শেষ হয়েছে। আগামী মার্চেই এর শুটিং শুরু হবে। আমি গল্পটা শুনেছি। দর্শকদের মুগ্ধ করবে এটি। একটি ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করবো।’

নির্মাতা গোলাম সোহরাব দোদুল লেন, ‘ছবিটি নিয়ে ছয়মাস ধরেই প্রস্তুতি নিয়েছি। আমরা বেশ কিছু ওয়ার্কশপও করেছি। শিল্পী বলতে শুধু প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীকে নিশ্চিত করা হয়েছে। বাকিরা এখনো চূড়ান্ত নয়। আমি কলকাতার নুসরাত জাহানকে প্রধান নারী চরিত্রে ভেবেছি। তার সঙ্গে বেশ কয়েকবার মিটিংও হয়েছে। গল্প পড়ে তিনি ভীষণ আগ্রহী। কিন্তু একজন বিদেশি শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে কিছু রাষ্ট্রীয় নিয়ম-কানুনের মধ্য দিয়ে যেতে হয়। সেগুলো শেষ না পর্যন্ত নুসরাতকে নিশ্চিত করা যাচ্ছে না। তাই আপাতত সম্ভাব্যই বলবো আমি।’

তিনি আরো বলেন, ‘ছবির প্রতিটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকের সঙ্গে আলাপ করেছি। তাদের কাউকে ওজন কমাতে বলা হয়েছে। কাউকে শারীরিকভাবে নানা পরিবর্তনের হোম ওয়ার্ক দেয়া হয়েছে। সেগুলো ফুলফিল হলেই তাদের নাম ঘোষণা করা হবে।’

২৫ ফেব্রুয়ারি ঢাকা ক্লাবে একটি জমকালো আয়োজনের মাধ্যমে সিনেমাটির বিস্তারিত জানানো হবে।


মন্তব্য করুন