Select Page

চম্পার সঙ্গে ফের পরী মনি

চম্পার সঙ্গে ফের পরী মনি

champa-porimoniপরী মনির ফিল্মি ক্যারিয়ারে চম্পার উৎসাহ কারো অজানা নয়। এর আগে ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমায় পরীর ফুফু হয়েছিলেন চম্পা। এবার তাদের দেখা যাবে ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’য়।

ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান বাবু। অন্য দুটি চরিত্রে অভিনয় করবেন জায়েদ খান ও শিরিন শিলা।

অনেকদিন পর নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে চম্পা বলেন, ‘আমি আড়ালে আছি। এ কথাটি সত্যি নয়। এখন অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকতে হয়। এ সিনেমাপাড়ায় সময় কম দেয়া হচ্ছে। এ ছাড়া ভালো গল্পে ভালো চরিত্রের অভাবেও অভিনয়ে তেমনটা দেখা যায় না। তবে নতুন এ ছবিটির গল্প ভালো লাগায় অভিনয় করছি।’

নভেম্বরে ছবিটির শুটিং শুরু করা হবে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

সূত্র : যুগান্তর


মন্তব্য করুন