Select Page

চলচ্চিত্রকে অমৃতার বিদায়

চলচ্চিত্রকে অমৃতার বিদায়

SM3

হঠাৎ করেই চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমৃতা খান। পড়াশোনা শেষ না করে আর অভিনয়ে ফিরবেন না বলে সবাইকে জানিয়ে দিয়েছেন।

এ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পেয়েছে এই নায়িকার- নীরবের বিপরীতে ‘গেম’, শাহ রিয়াজের বিপরীতে ‘পাগলা দিওয়ানা’ ও তানভীরের বিপরীতে ‘গুণ্ডা : দ্য টেররিস্ট’ ছবির নায়িকা অমৃতা। হাতে ছিল আরো বেশ কিছু নতুন ছবির প্রস্তাব।

অমৃতা কালের কণ্ঠকে বলেন, ‘বাবা-মা চেয়েছিলেন পড়াশোনা শেষ করেই যেন শোবিজে আসি। কিন্তু প্রথম ছবির প্রস্তাব পাওয়ার পর তাঁদের কথা রাখতে পারিনি। এরপর আরো দুটি ছবিতে কাজ করেছি। এখন আর না। আবার পড়াশোনায় মনোযোগ দিতে চাই। সামনেই এ লেভেল পরীক্ষা। এরপর যদি আবার ফেরার সুযোগ পাই, সেটা তখন দেখা যাবে।’

সম্প্রতি সরকারি অনুদানের ছবি ‘কাসার থালায় রুপালি চাঁদ’-এ অভিনয়ের প্রস্তাব দেন অভিনেতা-পরিচালক ড্যানি সিডাক। কিন্তু তাকেও ‘না’ বলেছেন অমৃতা।


মন্তব্য করুন