Select Page

চলচ্চিত্রকে বিদায় বললেন মাহি

চলচ্চিত্রকে বিদায় বললেন মাহি

5-lg20141222183619

আলোচিত নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি চলচ্চিত্রকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে এক স্ট্যাস্টাসের মাধ্যমে জানান, ‘অগ্নি ২’ হতে যাচ্ছে তার শেষ চলচ্চিত্র। এর পরপরই ফেসবুক ও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এমন ঘোষণার কারণ কেউ নিশ্চিত করতে পারেনি।

৩০ জানুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে তিনি স্ট্যাটাসে জানান, ‘অগ্নি টু’ আমার শেষ ছবি। আমি আমেরিকা যাচ্ছি।’ তার শেষ কয়েকটি স্ট্যাটাস দেখে মনে হচ্ছে কারো প্রতি অভিমান থেকে এমন কথা লিখেছেন। ২৮ জানুয়ারির একটি স্ট্যাটাসে মাহি লিখেন, ‘ভালোবাসা তুমি ভালো থেকো তোমার ভালোবাসার কাছে… আমার ভালোবাসাকে কবর দিয়ে এলাম এইতো এই ভোরবেলায়, সবার অজান্তে খুব গোপনে।’ ২৯ জানুয়ারি আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেন, ‘অনেকগুলো দিন তুমি ঘোরের ভেতর থাকবে, তারপর একদিন তোমার ঘোর কাটবে আর তুমি একলা হয়ে যাবে…বাকিটুকু জীবন তুমি একলাই কাটাবে… একটা মাহিহীন জীবন…আর এটাই তোমার শাস্তি।’ একই দিন আরেকটি স্ট্যাটাসে মাহি লিখেন, “ঠিক আজকে থেকে তোমার ওপর আমার আর কোনো অভিযোগ নেই। কারণ গতকাল পর্যন্ত আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি ছিলে, আমার থেকেও বেশি প্রিয় আর আপন ছিলে, আমার থেকেও বেশি ভালোবাসার মানুষ ছিলে… কিন্তু এখন আমার জন্য সবচেয়ে এবং একমাত্র গুরুত্বপূর্ণ মানুষ হলাম ‘আমি’ আর আমার ‘পরিবার’…”।

2

মাহির বেশির ভাগ ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘প্রথম থেকেই মাহির মধ্যে ছেলেমানুষি দেখেছি। কোনো কিছু না ভেবেই সে হঠাৎ সিদ্ধান্ত নিত। এবারও তাই করল। কিন্তু কেন এ সিদ্ধান্ত তা আমাকেও বলেনি। আশা করছি, সময় হলে মাহি তার ভুল সিদ্ধান্ত বদলে ফেলবে।’

৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মাহির নতুন চলচ্চিত্র ‘বিগ ব্রাদার’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওয়ার্নিং’ ও ‘অনেক দামে কেনা’। এ ছাড়া সম্প্রতি অঙ্কুশের বিপরীতে কলকাতার একটি চলচ্চিত্রে তার কাজ করার কথা শোনা গিয়েছিল। এর আগে তিনি প্রযোজনারও ঘোষণা দেন।

এ দিকে মাহি আমেরিকা থাকায় তার সঙ্গে সংবাদকর্মীরা যোগাযোগ করতে পারেননি।


মন্তব্য করুন