Select Page

আবারো চলচ্চিত্রের গানে আনুশেহ

আবারো চলচ্চিত্রের গানে আনুশেহ

image_505_70493আবারো প্লে-ব্যাক করতে যাচ্ছেন শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল।

তিনি হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেবেন। গানটির সুর-সঙ্গীত করবেন বাপ্পা মজুমদার। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। আনুশেহর সঙ্গে গানটিতে কণ্ঠ দেবেন পান্থ কানাই

চলতি সপ্তাহেই আমার স্টুডিওতে গানটি রেকর্ডিং হবে।

জানা গেছে, আগামী মাসের মধ্যেই ‘সত্তা’ ছবির গানের অ্যালবামটি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তবে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটি প্রকাশ হবে তার এখনও চূড়ান্ত হয়নি।

আনুশেহ আনাদিল এর আগেও প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ‘অন্তর্যাত্রা’ ছবিতে প্লে-ব্যাক করেছেন। এ ছবিতে তিনি অভিনয়ও করেন। বর্তমানে তিনি তার ‘রাই’ অ্যালবামের মিউজিক ভিডিও নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সুত্র: যায় যায় দিন


মন্তব্য করুন