Select Page

চলচ্চিত্রে ব্যস্ত প্রাচুর্য!

চলচ্চিত্রে ব্যস্ত প্রাচুর্য!

ইতিমধ্যে শাকিব খান থেকে বাপ্পী, সায়মন, আরেফিন শুভদের ছোটবেলার চরিত্রে কাজ করেছে শিশু শিল্পী প্রাচুর্য। বর্তমান সে দারুন ব্যস্ত।

image_1272_356094মায়ের ইচ্ছায়ই মিডিয়াতে কাজ করছে প্রাচুর্য। প্রথমে কোকোলা নুডলস ও হরলিক্সের বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়ায় আসে। এরপর একক নাটকেও পাওয়া গেছে তাকে।

পরিচালক মনতাজুর রহমান আকবর প্রথম ভাবলেন চলচ্চিত্রে অভিনয় করানোর কথা। তিনিই প্রাচুর্যকে ডেকে পাঠান অভিনেতা ডিপজলের বাসায়। ডিপজল তখন ছোট্ট সংসার ছবির জন্য শিশুশিল্পী খুঁজছেন। প্রাচুর্যকে দেখে ভালো লেগে গেল তাঁর। ছবিতে সুযোগ করে দিলেন। আর যায় কোথায়! প্রাচুর্য এখন একের পর এক ছবি করছে।

শাহীন সুমন, মনতাজুর রহমান আকবর, এফ আই মানিক, জাকির হোসেন রাজুসহ বড় পরিচালকদের সাথে কাজ করেছে প্রাচুর্য।

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘পোড়ামন’।

বিআইএসসি স্কুলের তৃতীয় শ্রেণীর এই ছাত্র এখন বেশ জনপ্রিয়। স্কুলের দারোয়ান থেকে শুরু করে সবার কাছে বেশ কদর পাচ্ছে সে।

চলচ্চিত্রে প্রাচুর্যের একমাত্র বড় আপু দীঘি। অভিনয়ের বিষয়ে সে দীঘির মতামতকে প্রাধান্য দেয়।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন