Select Page

চলচ্চিত্র ছেড়ে ব্যবসায় মনোযোগ

চলচ্চিত্র ছেড়ে ব্যবসায় মনোযোগ

kazi-maruf

বাবা কাজী হায়াতের হাত ধরে চলচ্চিত্রে আসেন কাজী মারুফ। কয়েকটি ব্যবসাসফল ছবি উপহারও দিলে অ্যাকশন ধারার এ নায়ক অভিব্যক্তিহীন অভিনয়ের জন্য সমালোচিত।

জানা গেছে, অভিনয়ের চেয়ে এখন ব্যবসার দিকেই তার নজর বেশি।

এ প্রসঙ্গে মারুফ বলেন, ‘নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। তবে সবগুলোকেই না করেছি। কারণ এগুলোর একটাও আমার কাছে মানসম্মত বলে মনে হয়নি। এ ধরনের ছবির কোনো ভবিষ্যৎ নেই। সিনেমা ব্যবসাও ভালো নেই। তাই অভিনয় করে ফ্লপের খাতায় নাম লেখাতে চাই না। ব্যবসা করাটা এখন আমার লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে কাজ করছি।’

মারুফের ব্যবসার ধরন হচ্ছে ঠিকাদারি। এরই মধ্যে বেশ কয়েকটি বড় প্রজেক্টের কাজও তিনি পেয়েছেন। সেটা নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। এছাড়াও আমেরিকায়ও তার কিছু ব্যবসা আছে বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘আমরা নিজেদের প্রডাকশন থেকেও এখন আর ছবি বানাচ্ছি না। ছবি বানিয়ে আমরা নিজের ইচ্ছেমত রিলিজ করতে পারি না। রিলিজ করতে হলে জাজ মাল্টিমিডিয়ার কাছে আমাদের জিম্মি থাকতে হয়। তাদের ইচ্ছে হলে আমরা হল পাই, না হলে পাই না। কারণ বেশির ভাগ হলই তাদের মেশিন ব্যবহার করে। তাই জাজের কথায় হল বুকিং হয়। এভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে না। যেদিন আমরা জাজের জিম্মিদশা থেকে মুক্তি পাবো সেদিন আবারো ছবি বানাবো।’

মারুফ সর্বশেষ ‘বেপরোয়া প্রেমিক’ নামে একটি ছবির প্রায় ৫০ ভাগ শুটিং করেছেন। পরবর্তী সময়ে নিন্মমানের সিনেমা অভিযোগ এনে শুটিং বন্ধ করে দেন।

সূত্র : ঢালিউড টোয়েন্টিফোর ডটকম


মন্তব্য করুন