Select Page

চলচ্চিত্রকে বিদায় জানালেন শায়না আমিন

চলচ্চিত্রকে বিদায় জানালেন শায়না আমিন

shaynaমডেলিং থেকে চলচ্চিত্রে আসা শায়না আমিন অভিনয় করেছেন হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে। এগুলো হল ‘মেহেরজান’, ‘পিতা’, ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এর মধ্যে ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সম্পূর্ণ বাণিজ্যিক ছবি। বর্তমানে কোন ছবিতে অভিনয় করছেন না তিনি, বাণিজ্যিক ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।

কেন ছবিতে অভিনয় করছেন না এমন প্রশ্নের জবাবে শায়না আমিন জানিয়েছেন, ‘বাণিজ্যিক ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সে জায়গাটা আমার জন্য উপযুক্ত মনে হচ্ছে না। চলচ্চিত্রে অভিনয় করার জন্য যদি করি তাহলে অনেক ছবিতেই নিয়মিত অভিনয় করতে পারি। সেরকম অসংখ্য ছবির প্রস্তাবও পাচ্ছি। কিন্তু এগুলোর কোনটিরই গল্প
বা চরিত্র ভাল লাগার মতো নয়। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

বর্তমানে নাটক ও টেলিফিল্মের অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। তার অভিনীত পুত্র এখন পয়সাওয়ালা ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares