Select Page

চলচ্চিত্র সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

চলচ্চিত্র সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

১৯৭১ সালে দেশের জন্য লড়েছেন  এমনই ৪১ জন মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়েছেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড।বৃহস্পতিবার এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের এই সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চলচ্চিত্রের বিভিন্ন শাখার ৪১ জন মুক্তিযোদ্ধার মধ্যে উল্লেখযোগ্য হলেন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মনতাজুর রহমান আকবর, এম এ খালেক, নূর মোহাম্মদ মনি, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, কামরুল আলম খান খসরু, মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা, রাইসুল ইসলাম আসাদ, প্রযোজক মীর এনামুল করিম আমান, এম এ মালেক, শহীদুল হক সিকদার, কুদ্দুসুর রহমান, হাফিজুর রহমান ঝন্টু, সৈয়দ আব্বাস হোসেন, এ কে এম রেজাউল করিম, সুরকার ও গায়ক আবদুল জববার, রফিকুল আলম, ইন্দ্রমোহন রাজবংশী, সুজেয় শ্যাম, চিত্রগ্রাহক শফিকুল ইসলাম স্বপন, জিয়ারত হোসেন রাজু, নগেন্দ্র মোহন সাহা প্রমুখ।

প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ও উত্তরীয় তুলে দেন। এর আগে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বর্তমান কার্যনির্বাহী কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র প্রদর্শক ও জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ সভাপতি ওমর সানী, প্রযোজক খোরশেদ আলম খসরু এবং অনুষ্ঠানের আহবায়ক পরিচালক সাফিউদ্দিন সাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট মেহেদী হাসান সিদ্দিকী মনির।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares