Select Page

মার্চের শেষ দিনে তিন চলচ্চিত্র

মার্চের শেষ দিনে তিন চলচ্চিত্র

মার্চ মাসের শেষ দিনে এক সাথে তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। চলচ্চিত্রগুলো হল হিমেল আশরাফ পরিচালিত সুলতানা বিবিয়ানা, মিজানুর রহমান লাবু পরিচালিত নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার এবং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র হঠাৎ দেখা। 

সুলতানা বিবিয়ানা

বারবার মুক্তির কথা শোনা গেলেও নির্মান কাজ শুরুর প্রায় দুই বছর পর মুক্তি পাচ্ছে হিমেল আশরাফের প্রথম চলচ্চিত্র সুলতানা বিবিয়ানা। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পীআঁচল। এটি এ জুটির দশম চলচ্চিত্র। এছাড়া আরও অভিনয় করেছেন আরো অভিনয় করেছেন অমিত হাসান, মামুনুর রশীদ ও শহীদুজ্জামান সেলিম। ‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া

সুলতানা বিবিয়ানার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন।

নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার

অলস নুরু মিয়া কাজ না করে বেঁচে থাকার উপায় হিসেবে বেছে নেয় ভিক্ষাবৃত্তি। গ্রামে তার স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও ভিক্ষার প্রয়োজনে দেশের যে প্রান্তেই যায়, সেখানেই একটি করে বিয়ে করে। এটা তার একধরনের নেশায় পরিণত হয়। ভিক্ষায় তাকে সহায়তা করে সুন্দরী বিউটি। এই নিয়েই নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার চলচ্চিত্রটি নির্মান করেছেন মিজানুর রহমান লাবু

ভিন্ন ধরনের এই চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি গানও গেয়েছেন। এছাড়া রয়েছে ক্যামেলিয়া রাঙা। এ ছবির মাধ্যমেই তার অভিষেক হচ্ছে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুলতান মাহমুদ, শাহাদত হোসেন, মহসিন, শিমুল খান, শিরিন আলম, আল-আমিন, পলি প্রমুখ। নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার প্রযোজনা করেছে যাদু কাঠি মিডিয়া।

হঠাৎ দেখা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার নির্যাস থেকে নির্মিত হয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হঠাৎ দেখা। চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী ইলিয়াস কাঞ্চন, হিমি, মুনিরা ইউসুফ মেমি, ওয়াসেক ইমাদ, মনি তালুকদার ও মোহাম্মদ রাজিউল ইসলাম খান। ভারতের শিল্পীদের মধ্যে রয়েছে দেবশ্রী রয়, দ্বীপ ভট্টাচার্য, কার্ত্তিক দাস বাউল, শংকর চক্রবর্তী, তুলিকা বসু ও সাধন বাগচি।

জীবনের শেষ প্রান্তে এসে রেলগাড়ির কামরায় দেখা হয়ে যায় পুরানো দুই বন্ধুর। কৈশোরের প্রেম, ভালোবাসা ইত্যাদি নিয়ে স্মৃতি রোমন্থন করে তারা। ছবিটি বাংলাদেশ অংশে প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম।


মন্তব্য করুন