Select Page

চলে গেলেন চিত্রগ্রাহক মাসুদ রানা

চলে গেলেন চিত্রগ্রাহক মাসুদ রানা

image_2115.masud rana (1)-2তরুণ চিত্রগ্রাহক মাসুদ রানা আর নেই। গতকাল ১৪ জুলাই দিবাগত রাত ৩টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

ডি ইউ শুভর পরিচালনায় ‘নবনিতা তোমার জন্য’ নাটকের শুটিং শেষে ফেরার পথে মিরপুর ডিওএইচএস-এর পাশে মিরপুর ১২-এর চত্বরে ট্রাক চাপায় মৃত্যু হয় তাঁর।

মাসুদ রানা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম ও মিডিয়ার উপর পড়াশুনা করেন তিনি। অনেক টিভি নাটক ও টেলিফিল্মের চিত্রগ্রাহক ছিলেন তিনি।

কিছুদিন আগে ‘অন্তরে অন্তরে‘ রিমেক চলচ্চিত্রের শুটিংও করেছেন। ছবিটির প্রায় ২০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে মাসুদ রানার ক্যামেরায়। বাকি শুটিং আগামী মাসের মধ্যেই শুরু হওয়ার কথা ছিল।

সোমবার দুপুরে যশোরে নিজ গ্রাম কিশোরপুরে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন