Select Page

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন

Anowar Hossainনিজস্ব সংবাদদাতাঃ নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করে মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিতি পাওয়া জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন মারা গেছেন। স্কয়ার হাসপাতালে রাত দুটোয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মির্জা নাজিমুদ্দিন। 

১৯৩১ সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন। জামালপুর সরকারী কলেজ থেকে ম্যাট্রিক এবং আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। ১৯৬১ সালে মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজগতে তার আগমন ঘটে। তিনি কাঁচের দেয়াল, বন্ধন, জীবন থেকে নেয়া, গোলাপী এখন ট্রেনে ইত্যাদি বিখ্যাত ছবিগুলোতে অভিনয় করেন।

বার্ধ্যক্যজনিত কারনে প্রায় এক দশক আগে তিনি অভিনয় থেকে বিদায় নিয়েছিলেন। কিছুদিন পূর্বে তিনি তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসি ঘুরে গিয়েছিলেন। তার কিছুদিন পরেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন এবং স্কয়ার হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য তাকে শীঘ্রই বিদেশে নিয়ে যাওয়ার কথা চলছিল।

জনপ্রিয় এ অভিনেতার কোন পূর্ণাংগ কর্মসমগ্র পাওয়া যায় না। বাংলা মুভি ডেটাবেজ-এ আনোয়ার হোসেন অভিনীত মাত্র দুটো চলচ্চিত্রের তথ্য সংযুক্ত করা হয়েছে। তবে শীঘ্রই এই জনপ্রিয় অভিনেতার পূর্ণাঙ্গ কর্মসমগ্র তুলে ধরার ব্যাপারে বাংলা মুভি ডেটাবেজ টিম বদ্ধপরিকর। বাংলা মুভি ডেটাবেজ বাংলা চলচ্চিত্রের এই মুকুটহীন সম্রাটের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।


মন্তব্য করুন