Select Page

‘চাঁদনী’র মহরত

‘চাঁদনী’র মহরত

চাঁদনীর মহরত

১৯৯০ এর দশকের আলোচিত ছবি এহতেশামেরচাঁদনী’। আর এই ছবির মাধ্যমে অভিষেক ঘটে নাঈমশাবনাজ জুটির। এবার একই নামের সিনেমা বানাতে যাচ্ছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম

এবারের ‘চাঁদনী’র নাম ভূমিকায় অভিনয় করবেন পরী মনি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা জায়েদ খানআসিফ নূরকে। পাহাড়ী তরুণীর চরিত্রে দেখা যাবে পরীকে, শিল্পপতির চরিত্রে থাকবেন আসিফ।

রোববার রাজধানীর একটি হোটেলে ‘চাঁদনী’র মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পরী মনি, জায়েদ খান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা মিশা সওদাগর, কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ অনেকে।


মন্তব্য করুন