Select Page

চিপোনোমা : সিনে রাজনীতির সফলতা-বিফলতা

চিপোনোমা : সিনে রাজনীতির সফলতা-বিফলতা

সিনেমা হিসেবে কতটা ভালো বা মন্দ— তা নির্ণয়ের আগেই বলা যায়, বেশ খেল দেখিয়ে দিল ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ বা চিপোনোমা। এর ইতি-নেতিবাচক দুটো রূপই আছে।

বিশেষ করে আদালতে রিট করে উৎসবে ভারতীয় সিনেমাকে ঠেকিয়ে দিয়েছে শাপলা মিডিয়া সংশ্লিষ্ট আরেকটি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজের কর্ণধার। পাশাপাশি আলোচিত সিনেমা ‘সুপার হিরো’কে থামাতে কম চেষ্টা করেনি। অবশ্যই ‘সুপার হিরো’ই প্রাথমিক ভুল করেছে। যার নগদ ফলাফল গেছে ‘চিপোনোমা’র ঘরে। কিন্তু এমন রেষারেষি বাংলা সিনেমার জন্য ভালো ফল বয়ে আনবে না।

‘চিপোনোমা’ পরিচালনা করেছেন উত্তম আকাশ। প্রধান দুটি চরিত্রে আছেন শাকিব খান ও শবনম বুবলি। সাথে আছেন মৌসুমী, ওমর সানির মতো তারকারা।

উত্তম আকাশের আগের ছবি ‘আমি নেতা হবো’ও ছিল শাকিবকে নিয়ে। সম্ভবত ঈদের আগে ঢালিউডের সর্বোচ্চ বাণিজ্য সফল সিনেমা এটি। কিন্তু দর্শকের গালি গেছে সিনেমাটির গায়ে। এর জন্য দায়ি দুর্বল গল্প ও নির্মাণ।

অবশ্য ‘আমি নেতা হবো’র সঙ্গে তুলনা করলে ভিন্ন মেজাজের ছবি ‘চিপোনোমা’। এটি উত্তম আকাশের পুরনো সিনেমা ‘ঢাকাইয়া পোলা বরিশাইল্যা পোলা’র জন্য তুলনীয়। যদিও নির্মাতা পুরনো ম্যাজিক ভুলে গেছেন।

‘আমি নেতা হবো’র গানে মজেছিলেন ঢালিউড দর্শক। তেমনি ‘চিপোনোমা’র ‘কেন জানি’ গানটি বেশ সাড়া ফেলেছে। বাকি গান অবশ্য খুব একটা সুবিধার নয়। একটা গান আর কতটা আকর্ষণ জাগাবে?

যদি শেষ পর্যন্ত ‘সুপার হিরো’ না আসে তবে ঈদের বাজারে সুফল ঘরে নেবে ‘চিপোনোমা’। বাড়তি দর্শক হয়তো যোগ হবে না, কিন্তু শাকিব ভক্তরা কোনোভাবেই সিনেমাটি মিস করবেন না। তবে রিপিট দর্শক হবে না— এটা বলা যায়।

এখনো পর্যন্ত সোয়া একশ হল পেয়েছে ‘চিপোনোমা’। সেই হিসেবে বলা যায় টেবিল কালেকশনে ভালোই আয় করবে।

হ্যাঁ, এসব বিবেচনা শর্তযুক্ত। তা হলো ‘সুপার হিরো’ যদি শেষ পর্যন্ত মুক্তি না পায়।

আরেকটা ব্যাপার হলো, শাকিবের চার্মে ‘চিপোনোমা’ এগিয়ে গেলেও সব বিবেচনায় ঈদের সিনেমা হিসেবে এগিয়ে থাকবে অপেক্ষাকৃত কম হল পাওয়া ‘পোড়ামন ২’।


মন্তব্য করুন