Select Page

চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্ব সুন্দরী’

চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্ব সুন্দরী’

# টেলিভিশনের জন্য ৩৯৬টি নাটক নির্মাণের পর সিনেমায় এলেন চয়নিকা চৌধুরী
# ছবিটির নাম ‘বিশ্ব সুন্দরী’। গল্প ও চিত্রনাট্য রুম্মান রশীদ খানের
# শিগগিরই আসছে বিস্তারিত

টেলিভিশনের জনপ্রিয় পরিচালক চয়নিকা চৌধুরী সিনেমা বানাতে যাচ্ছেন। প্রথম ছবির নাম নিবন্ধনও করেছেন তিনি, ‘বিশ্ব সুন্দরী’।

ভালোবাসার দিনে চলচ্চিত্রের নাম ঘোষণা দিলেন অনেক ভালোবাসার নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী। ‘বিশ্ব সুন্দরী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান। ছবির অভিনয়শিল্পীও মোটামুটি চূড়ান্ত করেছেন। এই সিনেমায় বড় ও ছোট পর্দার অভিনয়শিল্পীরা কাজ করবেন। শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেবেন।

প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত চয়নিকা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরেই সবাই অনুরোধ করছিল। আমি নিজেও চেয়েছি এমন একটি চলচ্চিত্র নির্মাণ করতে, যা সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে যাবে। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। কেন জানি এত দিন মনমতো গল্প পাচ্ছিলাম না। কারণ, এমন কোনো গল্প চেয়েছি যা ড্রয়িংরুমের দর্শকদের প্রেক্ষাগৃহের দিকে নিয়ে আসতে বাধ্য করবে, সেই সঙ্গে যারা নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন, তাঁদের মনের খোরাকও যাতে জোগাতে পারি।’

আরো বলেন, ‘আমার অসংখ্য নাটকের নাট্যকার রুম্মান রশীদ খান। বেশ কিছুদিন আগে তার কাছ থেকে একটি গল্প শোনার পর রীতিমতো আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। তখনই মনে হয়েছে, আমি তো এমন গল্পই আসলে খুঁজছি। দর্শক যেহেতু ভালোবাসার নাটকে আমাকে বেশি পেয়েছে, পছন্দ করেছে—আমি নিজেও যেহেতু ভালোবাসার পূজারি, সুন্দরের পূজারি, তাই গল্পকার আমার প্রথম চলচ্চিত্রের নাম দিয়েছেন “বিশ্ব সুন্দরী”।’

‘এই গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের—তা শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠেছে। আশা করছি দারুণ এই গল্পকে আমি আমার দীর্ঘ নির্মাণজীবনের অভিজ্ঞতা দিয়ে চলচ্চিত্রে রং ছড়াতে পারব।’ বললেন চয়নিকা চৌধুরী।


মন্তব্য করুন