Select Page

সিনেমার জন্য তিন তারকার লুক বদল

সিনেমার জন্য তিন তারকার লুক বদল

চট্টগ্রামের কোদালা চা বাগানে শ্রমিকের চাকরি নিয়েছেন কয়েকজন তারকা। সিনেমায় তারা চা শ্রমিক। সে অনুযায়ী তাদের লুকে আনা হয়েছে শ্যামলা ভাব।

সরকারি অনুদানের ছবিতে তাদের হচ্ছে নতুন অভিজ্ঞতা। চলচ্চিত্রের নাম ‘ছায়াবৃক্ষ’। ৬ নভেম্বর থেকে চট্টগ্রামের ঐ বাগানে শুরু হয়েছে টানা ২০ দিনের শুটিং। বন্ধন বিশ্বাসের পরিচালনায় এই ছবির পুরোটাজুড়ে থাকবে চা শ্রমিকদের জীবনের গল্প।

যে গল্পের প্রধান জুটি হিসেবে যুক্ত হয়েছেন অপু বিশ্বাস ও নিরব হোসাইন। এখানে চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করছেন অপু।

শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শুটিং শুরুর পরপরই অন্তর্জালে প্রকাশ হয় অভিনেত্রীর ছবি। সেখানে দেখা যায়, সাজ পোশাকে গ্রামীণ ছাপ আর চেহারায় আনা হয়েছে শ্যামলা ভাব।

আগেই অপু বলেছিলেন, “গল্পটা সুন্দর। আমি সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করেছি। এই ধরনের চরিত্রে দর্শক আগে কখনো আমাকে দেখেনি। ”

মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প।

গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করছেন ইমন সাহা। সহপ্রযোজনা করছে অনুপম কথাচিত্র।

আছেন কাজী নওশাবা আহমেদও। তার চরিত্রের দুটি দিক। চা বাগানে রোজ আয় ১২০ টাকা। রাতভর আবার নাচতে হয় বাগানের ম্যানেজারের বাসায়!

নওশাবার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ছোট পর্দার সুমিত। সরকারি অনুদান পাওয়া এই ছবির অন্যান্য চরিত্রে আরও আছেন শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু, রানা প্রমুখ।

 

 


মন্তব্য করুন