Select Page

ছবির নাম ‘শফি মাস্টার’

ছবির নাম ‘শফি মাস্টার’

image_1381_382749বিশ্ববিদ্যালয়ে পড়া শফি ‘বাতিঘর’ নামের একটি সংগঠন গড়ে তোলেন। সংগঠনটি শুরুতে সৎ উদ্দেশ্যে গড়ে উঠলেও পরে রাজনৈতিক নেতারা সেটাকে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করতে চান। শুরু হয় শফির সঙ্গে মতানৈক্য। এমনই একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘শফি মাস্টার’।

আশরাফুর রহমানের পরিচালনায় এরই মধ্যে পাবনা, ঈশ্বরদী, উল্লাপাড়াসহ বেশ কিছু অঞ্চলে ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন বাকি পোস্ট-প্রডাকশনের কাজ।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পারভেজ চৌধুরী আবির। তাঁর বিপরীতে আছেন হাসনা হেনা হিমু। এ ছাড়া অভিনয় করেছেন মনিরা মিঠু, প্রণবসহ অনেকে।

আবির বলেন, ‘আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। পুরো ছবির গল্পই আমার ওপর। তাই নিজেকে সেভাবেই উপস্থাপন করতে হচ্ছে। অবশ্য মঞ্চে কাজ করার অভিজ্ঞতা থাকায় খুব বেশি বেগ পেতে হচ্ছে না। আশা করছি, দর্শকরা আমার চরিত্রটিকে ভালোভাবেই গ্রহণ করবেন।’

ছবিটি ডিসেম্বরে মুক্তি দেওয়া হবে বলে জানান আশরাফুর রহমান।

সূত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন