Select Page

ছাড়পত্র পেল আবদুল করিমের বায়োপিক

ছাড়পত্র পেল আবদুল করিমের বায়োপিক

ronger-manush-shah-abdul-karim-agun-shirin-bakul

কিংবদন্তি গীতিকবি ও গায়ক শাহ আবদুল করিমের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রঙের মানুষ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। বায়োপিকটি পরিচালনা করেছেন মোক্তাদির ইবনে ছালাম।

২০১৫ সালে ছবিটির শুটিং শুরু হয়। এতে শাহ আবদুল করিমের কিশোর বয়সের চরিত্রে ফারদিন, মাঝবয়সী চরিত্রে আগুন এবং বৃদ্ধ বয়সীর চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ। আরো আছেন শিরীন বকুল, স্বাধীন খসরু, শানু, ফারজানা ছবি প্রমুখ।

নির্মাতা মোক্তাদির কালের কণ্ঠকে বলেন, ‘শাহ আবদুল করিমের গান শুনেই বড় হয়েছি। আমার ছোটবেলা কেটেছে সিলেটে। তাকে নিয়ে ছবি তৈরির স্বপ্ন পূরণ হওয়ায় ভালো লাগছে। কিছুদিনের মধ্যেই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করব।’


মন্তব্য করুন