Select Page

ছাড়পত্র পেলো ‘তোকে ভালোবাসতেই হবে’

ছাড়পত্র পেলো ‘তোকে ভালোবাসতেই হবে’

1231রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খানসাহারা

এই ছবি মুক্তির পর সাহারাকে অনেক দিন পর্দায় দেখা যাবে না-এমনটই শোনা যাচ্ছে। তার হাতে নতুন কোন ছবি নেই।

এ প্রসঙ্গে সাহারা বলেন, ‘গল্প ভালো না হলে আমি কাজ করি না। অনেক ছবিরই তো প্রস্তাব আসে কিন্তু গল্প ভাল না হওয়ার কারণে না করে দিই। তোকে ভালোবাসতেই হবে ছবির গল্প অনেক চমৎকার। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’

জায়েদ খান বলেন, ‘ছবির গল্প ও আমার চরিত্র অসাধারণ। আমার বিশ্বাস দর্শক এতে অন্যরূপে জায়েদকে খুঁজে পাবেন।’


মন্তব্য করুন