Select Page

ছোটকাকুর সঙ্গে ফেলুদার দেখা হয়ে যেতে পারে!

ছোটকাকুর সঙ্গে ফেলুদার দেখা হয়ে যেতে পারে!

বাংলাদেশে সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা নিয়ে টিভি ও ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ফেলুদা নিয়ে নতুন পরিকল্পনা জানান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও লেখক ফরিদুর রেজা সাগর।

তিনি বলেন, ‘আমাকে একটা প্রশ্নে সম্মুখীন হতে হচ্ছে চ্যানেল আইতে ছোটকাকু প্রচার হয় এর মধ্যে আবার ফেলুদা কেন? আমি বলি ফেলুদা না থাকলে ছোটকাকুর জন্ম হত না। ফেলুদা এখন বাংলাদেশি। মনে মনে আশা করি কয়েক বছর পরে কোথাও না কোথাও কোনো একসময় হয়তো ছোটকাকুর সঙ্গে ফেলুদার দেখা হয়ে যেতে পারে।’

ফেলুদা চরিত্রে অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলাদেশের জন্য ফেলুদার যে গল্পগুলো বাছাই করা হয়েছে, সেখানে এই কাহিনির আরেক জনপ্রিয় চরিত্র ‘জটায়ু’র কোনো অস্তিত্ব নেই। সত্যজিৎ রায় এই গল্পগুলো লিখেছিলেন ‘জটায়ু’কে না রেখেই। বাংলাদেশে নির্মিত সিরিজে ‘তোপসে’ চরিত্রে অভিনয় করছেন কলকাতার আরেক তরুণ অভিনেতা ঋদ্ধি সেন।

ফেলুদা সিরিজের প্রথম সিজনে থাকছে চারটি গল্প— শেয়াল দেবতা রহস্য, ঘুরঘুটিয়ার ঘটনা, গোলকধাম রহস্য ও গ্যাংটকে গন্ডগোল। ঈদে প্রচার হবে প্রথম গল্প দুটি। চ্যানেল আইয়ে সম্প্রচারের পরপরই ওয়েব সিরিজ আকারে উম্মুক্ত হবে অনলাইনে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের পুত্র ও নির্মাতা সন্দীপ রায়, টপ অফ মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল, গ্রে অ্যাডভারটাইজিংয়ের ম্যানাজিং ডিরেক্টর গাউসুল আলম শাওন, গ্রামীনফোনের হেড অফ মিডিয়া অপারেশনস ফারহা নাজ জামান, আড্ডা টাইমসের ম্যানাজিং ডিরেক্টর রাজিব মেহরা এবং টপ অফ মাইন্ড ও ক্যান্ডি প্রোডাকশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।

 


মন্তব্য করুন