Select Page

বনানী কবরস্থানে শায়িত নায়করাজ

বনানী কবরস্থানে শায়িত নায়করাজ

টিপ টিপ বৃষ্টি আর নায়করাজের স্বজন-সহকর্মী-ভক্তদের অশ্রু মেশানো বিদায়ে শেষ শয্যায় শায়িত হলেন নায়করাজ রাজ্জাক। বুধবার সকাল সোয়া ১০টায় রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। কানাডা প্রবাসী মেঝ ছেলে বাপ্পিকে বাবাকে শেষ দেখার সুযোগ দেয়ার জন্যই প্রায় দুদিন বাদে দাফন করা হয় নায়করাজ রাজ্জাককে।  

এ সময় নায়করাজের তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট এবং নায়ক উজ্জ্বল, শাকিব খান, ফেরদৌস, অমিত হাসানসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক গত সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে নায়করাজের মরদেহ নেওয়া হয় এফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার হাজারো ভক্ত-অনুরাগী সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রিয় নায়ককে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মঙ্গলবার বেলা ৩টার দিকে দ্বিতীয় জানাজা শেষে নায়করাজের দাফন হওয়ার কথা থাকলেও ছেলে বাপ্পির জন্য একদিন পেছানো হয়। বাদ আসর দ্বিতীয় জানাজার পর মরদেহ রাখা হয় হাসপাতালের হিমাগারে।

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।


মন্তব্য করুন