Select Page

ছোটপর্দায় ‘পোড়ামন’, বড়পর্দায় ‘পোড়ামন ২’

ছোটপর্দায় ‘পোড়ামন’, বড়পর্দায় ‘পোড়ামন ২’

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নতুন পরিচালক রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন‘। এ ছবির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পাচ্ছে নতুন এক জুটি সিয়াম-পূজা। এ খবরগুলো ইতোমধ্যেই সবাই জানেন। তবে নতুন খবর হলো, ‘পোড়ামন ২’ ঈদে দর্শকরা বড়পর্দায় দেখবার পাশাপাশি ছোটপর্দায় দেখতে পাবেন ‘পোড়ামন’ সিরিজের প্রথম কিস্তি।

ঈদের পরের দিন দুপুর আড়াইটায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘পোড়ামন’।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ ছিল ওই বছরের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি। পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। অভিনয় করেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, আলীরাজ, মনিরা মিঠু, বিপাশা কবির, মিশা সওদাগরসহ অনেকে।

‘পোড়ামন’-এর বেশির ভাগ শুটিং হয়েছিল বান্দরবানের নীলগিরি, মেঘলাসহ মিয়ানমার সীমান্তের মনোরম লোকেশনে।

ছবির গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। বিশেষ করে ন্যানসি ও শফিক তুহিনের গাওয়া ‘জ্বলে জ্বলে জোনাকী’ ছিল ২০১৩ সালের সেরা ৩টি জনপ্রিয় গানের মধ্যে একটি।

‘পোড়ামন’ ও ‘পোড়ামন ২’ দুটি ছবিই প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন