Select Page

ছয় মাস পর পর্দায়

ছয় মাস পর পর্দায়

image_1435_350276.gif অপু বিশ্বাসের মুক্তি পাওয়া শেষ ছবি ‘দেবদাস’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।  ছবিতে অপু বিশ্বাস পার্বতী চরিত্রে অভিনয় করেছেন।

মাঝখানে দীর্ঘ ছয় মাস বিরতির পর মুক্তি পাচ্ছে ‘মাই নেইম ইজ খান’। আসছে ঈদে একযোগে সারাদেশে মুক্তি পাবে অনন্য পিকচার্সের ব্যানারে বদিউল আলম খোকনের এই ছবিটি।  ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান

ইতিমধ্যেই ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

অন্য সব ঈদের মতো এই ঈদে একাধিক ছবি না থাকলেও তিনি বেশ আশাবাদী।

উল্লেখ্য, ২০১০, ২০১১ এবং ২০১২ সালে সর্বাধিক ছবির নায়িকা ছিলেন অপু বিশ্বাস।

এদিকে ঈদের আগেই নতুন ছবির কাজ নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে যাচ্ছেন অপু।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন