Select Page

জন্মদিনে চমকে দেবেন শাকিব খান

জন্মদিনে চমকে দেবেন শাকিব খান

অবশেষে শাকিব খানের ‘আন্তর্জাতিক মানের’ চলচ্চিত্রের ঘোষণা আসতে যাচ্ছে। সেই খবর জানা যাবে আগামী ২৮ মার্চ, অর্থাৎ তার জন্মদিন।

এ বিষয়ে সংক্ষিপ্ত তথ্য দিয়েছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ও পরিচালক হিমেল আশরাফ।

হিমেল আশরাফ ফেসবুকে বলেন, ‘এসকে ফিল্মসের আমেরিকার সিনেমার নাম, নায়িকা, শুটিংসহ যাবতীয় আপডেট পাবেন ২৮ মার্চ!’

গত ১২ নভেম্বর ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর আসরে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপর সাড়ে ৩ মাস পার হতে চললেও দেশ সেরা নায়কের দেশে ফেরার নাম নেই। জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তিনি।

শুরু থেকে শোনা যাচ্ছিল, আমেরিকা প্রবাসী হিমেল আশরাফই নির্মাণ করছেন এ ছবি। যদিও তিনি ও শাকিব মিলে ৪-৫ বছর আগে ‘প্রিয়তমা’ নামের একটি ছবির খবর দিলেও শেষ পর্যন্ত শুটিং ফ্লোরে গড়ায়নি সেটি।


মন্তব্য করুন