Select Page

আর কত সিনেমার ঘোষণা দেবেন ডিপজল?

আর কত সিনেমার ঘোষণা দেবেন ডিপজল?

বাংলা সিনেমার আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বিভিন্ন সময়ে সিনেমার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। এমনকি প্রজেকশন সিস্টেমেরও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কোনোটিই বাস্তবে রূপ নেয়নি।

বলা হয়ে থাকে, গত এক-দেড় বছরে প্রায় ১৫টির মতো সিনেমার ঘোষণা দিয়েছেন ডিপজল। মূলত যখনই ঢালিউডে কোনো জটিলতা তৈরি হয়- একসারি সিনেমার ঘোষণা দেন এক সময়ের খলনায়ক।

ডিপজল অভিনীত সর্বশেষ সিনেমা ‘দুলাভাই জিন্দাবাদ’। এর আগে একবার ১০ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। এ সিনেমার পর বাপ্পীকে নিয়ে ‘এক কোটি টাকা’ নামে একটি চলচ্চিত্রের ঘোষণা দেন। এরপর সাইমনকে নিয়ে তিনটি সিনেমার ঘোষণা দেন। আর সর্বশেষ চলতি মাসেই পাঁচ চলচ্চিত্রের ঘোষণা দেন।

সম্প্রতি জায়েদ খান ও মিশা সওদাগরকে প্রযোজক সমিতিসহ ১৮টি সংগঠন বয়কট করে। তাদের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছেন ডিপজল। পাশাপাশি পাঁচটি সিনেমার ঘোষণা দেন।

ডিপজল বলেন, ‘আমার তিনটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত আছে। সিনেমা হল খুললেই এগুলো মুক্তি দেব। এদিকে করোনার কারণে চলচ্চিত্রাঙ্গনের সবার কাজ বন্ধ। এতে কেউ কেউ বেকার হয়ে সমস্যায় পড়েছেন। তাদের কথা চিন্তা করে একসঙ্গে পাঁচটি সিনেমার কাজ শুরু করবো। এখন গল্প নিয়ে প্রতিদিন পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার বসছেন। সব কিছু ঠিক থাকলে ঈদের পরে আনুষ্ঠানিকভাবে পাঁচ সিনেমার ঘোষণা দেব। মৌলিক গল্প নিয়ে এসব সিনেমা নির্মিত হবে। এতে কোকো বিদেশি টেকনিশিয়ান নেব না। আমাদের এফডিসির শিল্পী, টেকনিশিয়ানদের নিয়ে কাজ করবো।’

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন ওমর সানী। বলেন, গত শিল্পী সমিতির নির্বাচনকালীন আপনি দশটা ছবি করার ঘোষণা দিয়েছিলেন। চলচ্চিত্রের সবাই মনে করেছিলেন, যাক আলহামদুলিল্লাহ শিল্পী এবং কলাকুশলীরা কিছুদিন স্বচ্ছলভাবে থাকবে, করেননি।আজ আবার একটা ক্রাইসিসের মধ্যে পাঁচটা ছবি করার ঘোষণা দিয়েছেন। মানুষ বোঝে মামা, এত বোকা না (ডিপজল সাহেব)।  আপনি ঘোষণা দিয়েছিলেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন আনবেন, করেননি। আপনার কাছে অনুরোধ, আপনাকে সম্মান করি- আপনি হাসির পাত্র হলে আমাদের কাছে খারাপ লাগে। দিন শেষে বলি, এই দুইটা ফালতু ছেলের জন্য গলা ভাঙার দরকার নাই।

গত বছর আগস্টে ডিপজল বলেন, আমার প্রোডাকশন থেকে নতুন চারটি ছবি নির্মাণের প্রস্তুতি চলছে। প্রযোজিত ছবিগুলোতে আমি নিজেও অভিনয় করবো। বর্তমানে ছবিগুলোর গল্পের কাজ চলছে। একটি ছবির পরিচালক শাহীন সুমন।বাকি তিন ছবির পরিচালকের নাম সেপ্টেম্বর মাসের শুরুতে জানানো হবে।

আরও বলেন, আমার ‘সৌভাগ্য’, ‘এদেশ তোমার আমার’ এবং ‘এক কোটি টাকা’ তিনটি ছবি মুক্তির দৌড়ে আছে। যদিও এই সিনেমাগুলোর কোনোটি মুক্তির আলো দেখেনি।

এর আগে ২০১৫ সালে একসঙ্গে নয় সিনেমার ঘোষণা দেবেন বলে জানান ডিপজল। পরের বছর আড়াইশ’ সিনেপ্লেক্সের ঘোষণা দেন, যদিও এ সিদ্ধান্ত থেকে পড়ে সরে আসেন।


মন্তব্য করুন